Mohan Bhagwat:নেতাজি জন্মজয়ন্তীতে শহিদ মিনারে শ্রদ্ধা ভাগবতের!
শহিদ মিনারের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী পালনের আয়োজন করল RSS। নেতাজিকে শ্রদ্ধা জানান মোহন ভাগবত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেখানেই বক্তব্য রাখতে গিয়ে সরসঙ্ঘচালকের বার্তা, 'দেশের কথা ভুলে ব্যক্তি উন্নতির কথা ভাবলে সর্বনাশ. নেতাজি স্বাধীনতার লড়াই লড়েছেন, কারণ দেশ পরাধীন ছিল। কিন্তু তার পাশাপাশি, তিনি মানুষ করে গিয়েছেন নিজের মতো সহযোগী গড়ে তুলেছেন।'
এর পরই ভাগবতের সংযোজন, সংঘ ঠিক এভাবেই চলে। নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথেই সংঘ চলে। স্বামী বিবেকানন্দ যা বলে গিয়েছেন, তার প্রবাহমানতা নিয়েই আরএসএস চলছে।
এদিকে RSS-এর নেতাজির জন্মদিবস পালন প্রসঙ্গে, দু-দিন আগে সংবাদ সংস্থা পিটিআইকে জার্মানি থেকে ফোনে নেতাজি-কন্যা বলেছিলেন, 'নেতাজি এবং আরএসএসের মতাদর্শের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে।'
নেতাজি কন্যার মতে, নিজেদের সুবিধার জন্য, এই কাজ করছে তারা।
যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, 'নেতাজিকে কেউ সম্মান দিলে, তা বিজেপি দিয়েছে। দিল্লিতে তাঁর মূর্তিস্থাপন কে করল, মোদিকে নিয়ে রাজনীতি করেছে, মোদি যুব সমাজের সামনে এনেছেন।'
নেতাজির মূর্তিস্থাপন নিয়ে এর মধ্যেই বিস্তর গণ্ডগোল বেঁধেছে। তার মধ্যে সঙ্ঘপ্রধানের এহেন বার্তা।
যদিও তাৎপর্যপূর্ণভাবে এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি চন্দ্র বসুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে দেখা যায়। তিনি বলেন, 'এই কেন্দ্রীয় সরকারের আমলে দেশে বিচ্ছিন্নতাবাদ ও সাম্প্রদায়িকতা বেড়েছে।' (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -