Monsoon Forecast: উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি সতর্কতা, কাল থেকে হাওয়া বদল দক্ষিণেও
Weather Update: আজ অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
ছবি সৌজন্যে-পিটিআই
1/9
মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের বালুরঘাটের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা ক্রমশ উত্তরের দিকে সরবে। এর জেরে প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে।
2/9
উত্তরবঙ্গে নদীর জল স্তর বাড়বে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় ধস নামতে পারে।
3/9
উত্তরবঙ্গে আজ থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। ২৬ অগাস্ট শনিবার পর্যন্ত চলবে এই স্পেল। আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং জেলায়।
4/9
বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
5/9
শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
6/9
দক্ষিণবঙ্গে আরও ২৪ ঘণ্টা আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। আজ বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ-সহ ম হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
7/9
বুধবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
8/9
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়বে।
9/9
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ।.
Published at : 22 Aug 2023 11:03 AM (IST)