তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জামাই হচ্ছেন তৃণমূলের আরেক সাংসদ ! আজই বিয়ে
বিপুল জয়ের পর যখন উল্লাসে ব্য়স্ত তৃণমূলের কর্মী-সমর্থকরা, তখন আরও এক কারণে তৃণমূলের অন্দরে আনন্দের বাতাবরণ। এক বিশেষ অনুষ্ঠানকে ঘিরে। সাংসদের কন্যা থেকে সাংসদ ঘরণী তাও আবার একই দলের ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের সানাই বাজছে সাংসদের বাড়িতে । পাত্রও সাংসদ। শ্বশুর মশাইও সাংসদ।
পুরোদস্তুর প্রেমের বিয়ে নয়। তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজেই চয়ন করেন তাঁর জামাইকে। তিনিও রাজ্যসভার সাংসদ আবীররঞ্জন বিশ্বাস।
কীভাবে এই আলাপ ? প্রসূন - কন্যা বলছেন, ' বাবা পছন্দ করে দিয়েছে। দিল্লিতে দেখা হয়েছে। অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ। '
আর পাত্র বলছেন, 'প্রসূন বন্দ্যোপাধ্যায় খুব স্নেহ করেন। ছেলের মতো ভালবাসেন। তাই নিজের করে নিয়েছেন' ।
শুক্রবার সন্ধেয় বিয়ে। খুব তাড়াতাড়ির মধ্যে সবকিছু আয়োজন করা হয়েছে। তাই এখন চলছে ফাইনাল ল্যাপের প্রস্তুতি।
আবীররঞ্জন বিশ্বাস রাজনীতিতে পোড় খাওয়া মুখ। নদিয়ার দলের অন্যতম সংগঠক। বয়স এখন ৫১ বছর। রাজনীতির ময়দানে দুঁদে এই মানুষটিকে বিয়ের আগের দিন দেখা গেল ফুরফুরে মেজাজে।
১০ দিন আগেই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নেয় দুই পরিবার। তাড়াহুড়োয় শেষ মুহূর্তে কার্ড ছাপানো হয়নি । ই কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে আত্মীয় বন্ধুদের। শুক্রবার শুধু চারহাত এক হওয়ার অপেক্ষা।
image 9
- - - - - - - - - Advertisement - - - - - - - - -