তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জামাই হচ্ছেন তৃণমূলের আরেক সাংসদ ! আজই বিয়ে
বিয়ের সানাই বাজছে সাংসদের বাড়িতে । পাত্রও সাংসদ। শ্বশুর মশাইও সাংসদ।
আবিররঞ্জন বিশ্বাস ও প্রেরণা বন্দ্যোপাধ্যায়
1/9
বিপুল জয়ের পর যখন উল্লাসে ব্য়স্ত তৃণমূলের কর্মী-সমর্থকরা, তখন আরও এক কারণে তৃণমূলের অন্দরে আনন্দের বাতাবরণ। এক বিশেষ অনুষ্ঠানকে ঘিরে। সাংসদের কন্যা থেকে সাংসদ ঘরণী তাও আবার একই দলের ।
2/9
বিয়ের সানাই বাজছে সাংসদের বাড়িতে । পাত্রও সাংসদ। শ্বশুর মশাইও সাংসদ।
3/9
পুরোদস্তুর প্রেমের বিয়ে নয়। তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজেই চয়ন করেন তাঁর জামাইকে। তিনিও রাজ্যসভার সাংসদ আবীররঞ্জন বিশ্বাস।
4/9
কীভাবে এই আলাপ ? প্রসূন - কন্যা বলছেন, ' বাবা পছন্দ করে দিয়েছে। দিল্লিতে দেখা হয়েছে। অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজ। '
5/9
আর পাত্র বলছেন, 'প্রসূন বন্দ্যোপাধ্যায় খুব স্নেহ করেন। ছেলের মতো ভালবাসেন। তাই নিজের করে নিয়েছেন' ।
6/9
শুক্রবার সন্ধেয় বিয়ে। খুব তাড়াতাড়ির মধ্যে সবকিছু আয়োজন করা হয়েছে। তাই এখন চলছে ফাইনাল ল্যাপের প্রস্তুতি।
7/9
আবীররঞ্জন বিশ্বাস রাজনীতিতে পোড় খাওয়া মুখ। নদিয়ার দলের অন্যতম সংগঠক। বয়স এখন ৫১ বছর। রাজনীতির ময়দানে দুঁদে এই মানুষটিকে বিয়ের আগের দিন দেখা গেল ফুরফুরে মেজাজে।
8/9
১০ দিন আগেই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নেয় দুই পরিবার। তাড়াহুড়োয় শেষ মুহূর্তে কার্ড ছাপানো হয়নি । ই কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে আত্মীয় বন্ধুদের। শুক্রবার শুধু চারহাত এক হওয়ার অপেক্ষা।
9/9
image 9
Published at : 14 Jul 2023 03:39 PM (IST)