Municipal Election : লাথি-ঘুষি, মেরে ফাটানো হল মুখ, দিকে দিকে রক্তাক্ত এবিপি আনন্দ
পূর্ব মেদিনীপুরে কাঁথিতে, পুরভোটের খবর সংগ্রহ করতে গিয়ে, রক্তাক্ত হলেন এবিপি আনন্দর সাংবাদিক এবং চিত্র সাংবাদিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাথি এবং ঘুঁষি মেরে, চিত্র সাংবাদিক ভগবান শাহের মুখ এবং চোখ ফাটিয়ে দেওয়া হয়। সাংবাদিক প্রকাশ সিন্হাকেও মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়।
ক্যামেরা এবং বুম কেড়ে নিয়ে, ভেঙে দেওয়া হয়। এই ঘটনা ঘটেছে কাঁথি পুরসভার দু’নম্বর ওয়ার্ডের রহমানিয়া মাদ্রাসায়।
সকাল পৌনে ন’টা নাগাদ ভোটের খবর করতে এই বুথে পৌঁছোন এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হা এবং চিত্র সাংবাদিক ভগবান শাহ। বুথের বাইরের মাঠে একশো থেকে দেড়শো জন জমায়েত করে দাঁড়িয়ে ছিল। এবিপি আনন্দর সাংবাদিক এবং চিত্র সাংবাদিক গাড়ি থেকে নেমে, তাঁদের বক্তব্য নিতে যেতেই, তাঁরা তেড়ে আসে।
image 5
কোনও কথা বলার আগেই শুরু হয় বেধড়ক মারধর। প্রথমেই চিত্র সাংবাদিক ভগবান শাহের ক্যামেরা কেড়ে, ভেঙে দেওয়া হয়। ঘুঁষি এবং লাথি মেরে চিত্র সাংবাদিকের মুখ-চোখ ফাটিয়ে দেওয়া হয়।
উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে আক্রান্ত এবিপি আনন্দর সাংবাদিক সুকান্ত মুখোপাধ্যায় ও চিত্র সাংবাদিক শ্যামল জানা।
ভাঙা হয় ক্যামেরা। দুষ্কৃতীদের কাউকেই এখনও ধরা হয়নি।
ঠোঁটে গভীর ক্ষত! গল গল করে রক্ত ঝরছে! গালের ডান পাশে কেটে গেছে!
ডান পা, পিঠ ও কাঁধে মারাত্মক আঘাত লেগেছে চিত্র সাংবাদিক শ্যামল জানার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -