চন্দননগর দৈবকপাড়ায় সাড়ম্বরে পালিত জগদ্ধাত্রী পুজো
চন্দননগরে জগদ্ধাত্রী পুজো
1/9
চন্দননগর দৈবকপাড়ায় সাড়ম্বরে পালিত হচ্ছে এবারের জগদ্ধাত্রী পুজাে
2/9
দৈবকপাড়া সার্ব্বজনীনের পুজো এবছর ৪৯ বছরে পদার্পণ করেছে।
3/9
এই বছর এই পুজোর বিষয় ও তাদের থিম "উৎসারিত আলো"।
4/9
মায়ের মুখটি অসম্ভব সুন্দর। ছবিতেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে।
5/9
বিগত দুবছরে করোনা মানুষকে অন্ধকারে রেখেছিল। এবার সেই থেকেই ঘুরে দাঁড়িয়েছে মানুষ।
6/9
মায়ের থেকে আলো উৎসারিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, এই ভাবনা থেকেই এবারের থিম।
7/9
আর এই আলো মানুষের জীবনে আলো ফিরিয়ে আনে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা।
8/9
আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর, কৃষ্ণনগর।
9/9
কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনে প্রতীকি শোভাযাত্রার আবেদন করা যাবে। প্রশাসনের কাছে আবেদন জানাতে পারবে পুজো কমিটিগুলি।
Published at : 13 Nov 2021 08:21 AM (IST)