Nabanna Abhijan: জল কামান, স্টিলের গার্ডরেল, কাঁদানে গ্যাস- নবান্ন অভিযানে পুলিশি তৎপরতায় বাড়ছে উত্তাপ!
আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান। অভিযানের অনুমতি দেয়নি পুলিশ, যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। এদিকে, আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনবান্ন অভিযানের আগেই পুলিশি তৎপরতা তুঙ্গে। নবান্ন ঢোকার সমস্ত রাস্তায় ব্যারিকেড। এলাকায় টহল হাওড়ার সিপি-র। বাড়ছে উত্তাপ।
হাওড়া ময়দানে রাস্তা খুঁড়ে ব্যারিকেড পুঁতল পুলিশ। কোথাও কোথাও সিমেন্ট দিয়ে করা হল ঢালাই। ব্যারিকেড ভারী করতে ফেলা হল বালির বস্তা। এলাকার দোকানপাট বন্ধ।
এজেসি বোস রোড ও দ্বিতীয় হুগলি সেতু সংযোগকারী সমস্ত রাস্তায় ভোর থেকে মোতায়েন রয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে স্টিলের গার্ডরেল।
সাঁতরাগাছিতে তৈরি পুলিশ। এলাকায় মোতায়েন বজ্র বাহিনী। ব্যারিকেড টপকে কেউ ভিতরে এলে তৈরি জল কামান। রাস্তায় চলছে যানবাহন নিয়ন্ত্রণ।
নবান্নের আশপাশের সব রাস্তায় সি সি ক্যামেরায় নজরদারি। মিছিল শুরুর আগেই ওড়ানো হল ড্রোন। মিছিল ঠেকাতে তৈরি র্যাফ, কমব্যাট ফোর্স, লাঠিধারী পুলিশ।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার ব্লু প্রিন্ট তৈরি করতে সোমবার হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, হাওড়ার সিপি ও পুলিশ সুপার-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা বৈঠক করেন।
সূত্রের খবর, হাওড়া ময়দান, ফোরশোর রোড ,মন্দিরতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বসছে ব্যারিকেড। লাগানো হচ্ছে অতিরিক্ত সিসি ক্যামেরা। চারজন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও থাকছেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। রাস্তায় নামবেন ২১০০ পুলিশ কর্মী।
হাওড়া ছাড়াও কলকাতা-সহ অন্যান্য কমিশনারেট থেকেও আনা হচ্ছে ফোর্স। থাকছে জল কামান এবং ড্রোনের ব্যবস্থা। খতিয়ে দেখা হচ্ছে হাওড়া স্টেশন, নবান্ন, সাঁতরাগাছির আশপাশের হোটেলগুলির রেজিস্টার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -