Job Seekers Agitation: নববর্ষে ধর্নামঞ্চেই ঘট পুজো, অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন চাকরিপ্রার্থীদের
নববর্ষের দিন, কাঠফাটা গরমের মধ্যে রাস্তায় দিন কাটালেন চাকরিপ্রার্থীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধর্নামঞ্চেই করা হল ঘট পুজো। অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন করলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।
গান্ধি মূর্তির নীচে এভাবেই কেটে গেছে ৭৬২ দিন। বাংলা নববর্ষের দিনে, কলকাতার পারদ যখন ৪২ ডিগ্রি ছুঁইছুই। তখন সেই গনগনে আঁচের মধ্য়ে, রাস্তাতেই দিন কাটালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা।
এক এসএলএসটি চাকরিপ্রার্থী বলেন, যখন বেরোচ্ছি, ছেলে জিজ্ঞেস করছে মা রোজ তুমি কোথাও যাও ? তুমি আমাকে পড়তে বল, নিজে পড়নি যে চাকরি পাচ্ছ না ?
আরও এক এসএলএসটি চাকরিপ্রার্থী বলেন, মানীয়ার কাছে অনুরোধ, আপনি আমাদের কিছু একটা ব্যবস্থা করুন। আমার আর বসে থাকতে পারছি না।
শুধু এসএলএসটিই নয়, মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে ২৬৮ দিন ধরে আন্দোলন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরাও।
নববর্ষে ধর্নামঞ্চেই করা হল ঘট পুজো। অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন করলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।
আপার প্রাইমারির এক চাকরিপ্রার্থী বলেন, আমরা গৃহবধূ, কোনওরকমে পরিবার ফেলে চলে আসতে হয়। এর ঠিক পিছনেই আপার প্রাইমারি ২০১৫-র মঞ্চ।২৬২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
অন্যান্য দিনের তুলনায় ভিড় একটু কম হলেও আন্দোলনে ছেদ নেই। আপার প্রাইমারি ২০১৫-র এক চাকরিপ্রার্থী বলেন,২০২১ এও মুখ্যমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরও রাখলেন না
৬০০ দিন পার করে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরাও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -