Job Seekers Agitation: নববর্ষে ধর্নামঞ্চেই ঘট পুজো, অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন চাকরিপ্রার্থীদের

Job Seekers Agitation on Poila Bishakh :নববর্ষের দিন, কাঠফাটা গরমের মধ্যে রাস্তায় দিন কাটালেন চাকরিপ্রার্থীরা। ধর্নামঞ্চেই করা হল ঘট পুজো।

নববর্ষে ধর্নামঞ্চেই ঘট পুজো, অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন চাকরিপ্রার্থীদের

1/10
নববর্ষের দিন, কাঠফাটা গরমের মধ্যে রাস্তায় দিন কাটালেন চাকরিপ্রার্থীরা।
2/10
ধর্নামঞ্চেই করা হল ঘট পুজো। অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন করলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।
3/10
গান্ধি মূর্তির নীচে এভাবেই কেটে গেছে ৭৬২ দিন। বাংলা নববর্ষের দিনে, কলকাতার পারদ যখন ৪২ ডিগ্রি ছুঁইছুই। তখন সেই গনগনে আঁচের মধ্য়ে, রাস্তাতেই দিন কাটালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা।
4/10
এক এসএলএসটি চাকরিপ্রার্থী বলেন, যখন বেরোচ্ছি, ছেলে জিজ্ঞেস করছে মা রোজ তুমি কোথাও যাও ? তুমি আমাকে পড়তে বল, নিজে পড়নি যে চাকরি পাচ্ছ না ?
5/10
আরও এক এসএলএসটি চাকরিপ্রার্থী বলেন, মানীয়ার কাছে অনুরোধ, আপনি আমাদের কিছু একটা ব্যবস্থা করুন। আমার আর বসে থাকতে পারছি না।
6/10
শুধু এসএলএসটিই নয়, মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে ২৬৮ দিন ধরে আন্দোলন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরাও।
7/10
নববর্ষে ধর্নামঞ্চেই করা হল ঘট পুজো। অশ্রু বর্ষণে বর্ষবরণ উদযাপন করলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।
8/10
আপার প্রাইমারির এক চাকরিপ্রার্থী বলেন, আমরা গৃহবধূ, কোনওরকমে পরিবার ফেলে চলে আসতে হয়। এর ঠিক পিছনেই আপার প্রাইমারি ২০১৫-র মঞ্চ।২৬২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
9/10
অন্যান্য দিনের তুলনায় ভিড় একটু কম হলেও আন্দোলনে ছেদ নেই। আপার প্রাইমারি ২০১৫-র এক চাকরিপ্রার্থী বলেন,২০২১ এও মুখ্যমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরও রাখলেন না
10/10
৬০০ দিন পার করে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরাও।
Sponsored Links by Taboola