JP Nadda: দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিলেন জেপি নাড্ডা

Nadda in Dakshineswar: পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে এখনও রাজ্যে অশান্তি অব্যহত। আর সেই পরিস্থিতির মাঝেই রাজ্যে এসে মায়ের মন্দিরে গেলেন জেপি নাড্ডা।

দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিলেন জেপি নাড্ডা

1/10
দক্ষিণশ্বর মন্দিরে জেপি নাড্ডা । ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি।
2/10
মূলত, আজ জে পি নাড্ডার বঙ্গ সফরের শেষ দিন। রবিবার সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দেন নাড্ডা।
3/10
এরপর নিউটাউনের হোটেলে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
4/10
বৈঠকে থাকছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ সাংসদ, বিধায়করা।
5/10
এরপর ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপির ৭টি মোর্চা সংগঠনের সঙ্গে বৈঠক করবেন জগৎপ্রকাশ নাড্ডা।
6/10
এরপর হাওড়ার দেউলটিতে ২ দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
7/10
কলকাতায় ফিরে দিল্লির উদ্দেশে রওনা দেবেন নাড্ডা। 
8/10
সম্প্রতি পরিবারতন্ত্রের অভিযোগে নাম না করে মমতা ও অভিষেককে তোপ দেগেছিলেন জে পি নাড্ডা।
9/10
বাংলার আইনশৃঙ্খলা থেকে নারী নির্যাতন, একের পর এক অভিযোগ নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি।
10/10
সম্প্রতি জেপি নাড্ডা বলেছিলেন, 'বাংলা আজ সংকটে। গণতন্ত্র ধ্বংস হছে। গুন্ডামি হচ্ছে। জঙ্গলরাজ চলছে।'
Sponsored Links by Taboola