Viswakarma Puja 2023: 'রীতি' মেনে পুজোর আয়োজন, চলন্ত ট্রেনেই বিশ্বকর্মার আরাধনা শান্তিপুরে
ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা। শিয়ালদাগামী ট্রেন তখন ছুটছে পরের স্টেশনের দিকে। চলন্ত ট্রেনের মধ্যেই হচ্ছে মন্ত্রপাঠ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিদিন যে ট্রেন গন্তব্যে পৌঁছে দেয়, সেই ট্রেনেই বিশ্বকর্মা পুজোর আয়োজন। ১৬ বছরের রীতিতে ছেদ পড়ল না এবারও। বিশ্বকর্মা পুজোতে এমন ছবি দেখা গেল নদিয়ার শান্তিপুরে।
আশ্বিনের মেঘলা আকাশে পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা আর মুখপোড়াদের লড়াই। আজ বিশ্বকর্মা পুজো।
বাঙালি মাতবে ঘুড়ির উৎসবে। এ ছাদ থেকে ও ছাদ চেঁচাবে ভোকাট্টা বলে। তারই প্রস্তুতি চলছে চারদিকে। সকাল সকাল ঘুড়ি-মাঞ্জায় শান দেওয়ার পালা।
এই বিশ্বকর্মা পুজোর হাত ধরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা। রীতি মেনে এবারও ট্রেনের কামরায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করলেন নিত্যযাত্রীরা
সোমবার সকাল থেকেই তোড়জোড় শুরু হয়। বিশ্বকর্মার মূর্তি এনে ট্রেনের কামরায় চলছে পূজার্চনা। ট্রেন চলতে চলতে তারই মধ্যে চলছে পুজোপাঠ।
কেন এই আয়োজন? উদ্যোক্তাদের বক্তব্য, প্রতিদিন সঠিক সময় গন্তব্যে পৌঁছে দেয় এই ট্রেন। তাই এই বিশেষ দিনে বিশ্বকর্মার আরাধনা করা।
কেন এই আয়োজন? নিত্যযাত্রী ও পুজো উদ্যোক্তা বিপ্লব বিশ্বাস বলেন, ১৬ বছর আগে কয়েকজন মিলে এই পুজো করা শুরু করি। ট্রেনই হল আমাদের লাইফলাইন। আমাদের রুটিরুজি নির্ভর করে এই ট্রেনের উপর।ট্রেনের জন্যই গন্তব্যে পৌঁছতে পারি।’’
আগের তুলনায় বেড়েছে সদস্য সংখ্যাও ৩৫ মিনিট সময়ের মধ্যে পুজোর সব আয়োজন করে ফেলতে হয় বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -