New Year 2023: নতুন বছরের প্রথমদিন,জয়রামবাটি থেকে তারাপীঠ, দিকে দিকে ভিড় ভক্তদের
New Year: বছরের প্রথম দিন, তার ওপর রবিবার। বেলুড় মঠ থেকে তারাপীঠে ভিড় ভক্তদের। সারা বছর ভাল কাটুক, এই কামনায় পুজো দিলেন সবাই।
ফাইল ছবি
1/10
নতুন বছরের প্রথমদিন বেলুড় মঠে ভক্তদের ভিড়। প্রথা মেনে এদিন ভোরে মঙ্গলারতি এবং নিত্যপুজো হয়।
2/10
কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর বাগবাজারে মায়ের বাড়িতে কল্পতরু উৎসব পালন করা হলেও, বেলুড় মঠে সে রকম কোনও অনুষ্ঠান হয় না। তবু পয়লা জানুয়ারি এখানে ভিড় করেন পুণ্যার্থীরা।
3/10
বাঁকুড়ার জয়রামবাটি সারদা মায়ের জন্মস্থান।
4/10
নতুন বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পুজো দিতে সকাল সকাল হাজির হন ভক্তরা।
5/10
শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ভোরে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়।
6/10
সারাদিন ধরে চলবে পুজোপাঠ। সকাল থেকে কামারপুকুরে ভিড় করেছেন ভক্তরা।
7/10
লেক কালীবাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড়।
8/10
সারা বছর যাতে ভালভাবে কাটে, সেই কামনায় মাতৃমূর্তি দর্শন করে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা।
9/10
বছরের প্রথম দিন সকাল থেকে তারাপীঠ মন্দিরে ভক্ত সমাগম হয়েছে। হাতে পুজোর ডালা নিয়ে লাইনে অপেক্ষা করছেন পুণ্যার্থীরা।
10/10
রাত ১টা থেকে কেউ কেউ লাইনে দাঁড়িয়েছেন। ভোর ৫টা থেকে শুরু হয়েছে তারা মায়ের পুজো।
Published at : 01 Jan 2023 05:40 PM (IST)