New Year 2023: নতুন বছরের প্রথমদিন,জয়রামবাটি থেকে তারাপীঠ, দিকে দিকে ভিড় ভক্তদের
নতুন বছরের প্রথমদিন বেলুড় মঠে ভক্তদের ভিড়। প্রথা মেনে এদিন ভোরে মঙ্গলারতি এবং নিত্যপুজো হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর বাগবাজারে মায়ের বাড়িতে কল্পতরু উৎসব পালন করা হলেও, বেলুড় মঠে সে রকম কোনও অনুষ্ঠান হয় না। তবু পয়লা জানুয়ারি এখানে ভিড় করেন পুণ্যার্থীরা।
বাঁকুড়ার জয়রামবাটি সারদা মায়ের জন্মস্থান।
নতুন বছরের প্রথম দিন মায়ের মন্দিরে পুজো দিতে সকাল সকাল হাজির হন ভক্তরা।
শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ভোরে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়।
সারাদিন ধরে চলবে পুজোপাঠ। সকাল থেকে কামারপুকুরে ভিড় করেছেন ভক্তরা।
লেক কালীবাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড়।
সারা বছর যাতে ভালভাবে কাটে, সেই কামনায় মাতৃমূর্তি দর্শন করে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা।
বছরের প্রথম দিন সকাল থেকে তারাপীঠ মন্দিরে ভক্ত সমাগম হয়েছে। হাতে পুজোর ডালা নিয়ে লাইনে অপেক্ষা করছেন পুণ্যার্থীরা।
রাত ১টা থেকে কেউ কেউ লাইনে দাঁড়িয়েছেন। ভোর ৫টা থেকে শুরু হয়েছে তারা মায়ের পুজো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -