Train Cancel: চলবে না কোনও লোকাল ট্রেন, আজ মাঝরাত থেকে এই রুটে রেল পরিষেবা বন্ধ
হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে কাজ হবে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের। যার জন্য আজ মাঝরাত থেকে রবিবার সারা দিন পরিষেবা বন্ধ থাকবে ওই লাইনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবাসরীয় সকালে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে কি কোথাও যাওয়ার পরিকল্পনা আছে? তাহলে এখই পরিবর্তন করুন। না হলে রাস্তায় বেরিয়ে পড়তে হবে চরম দুর্ভোগে।
শনিবার রাত ১২টা থেকে রবিবার সারা দিন পরিষেবা বন্ধ থাকবে ওই লাইনে। চলবে না কোনও লোকাল ট্রেন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পূর্ব রেল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে কাজ হবে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের।
পূর্ব রেলের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেলানগর স্টেশনে ১১ ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে।
শনিবার মাঝরাত থেকে রবিবার সারা দিন হাওড়া-বর্ধমান ও বর্ধমান-হাওড়া কোনও লোকাল ট্রেন না চললেও যাত্রীদের কথা মাথায় রেখে ডানকুনি-বর্ধমান ও বর্ধমান-ডানকুনি কিছু স্পেশাল ট্রেন চালানো হবে।
রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ২ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে।
বর্ধমান থেকে সেই ট্রেন ২টি ছাড়বে সকাল ৮টা ১০ ও সকাল ৯টা ১৫-এ। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন।
পূর্ব রেল জানিয়েছে, এই কাজের জন্য শনিবার এবং রবিবার বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -