Boat Race:সোনাই নদীর জলে নৌকো বাইচ প্রতিযোগিতায় স্মৃতি রোমন্থন দুই বাংলার
‘ওপারে যে বাংলাদেশ/ এপারেও সে বাংলা’...সুভাষ মুখোপাধ্যায়ের 'পারাপার' কবিতার লাইনদুটি বহু বছর ধরে নিজেদের মতো করে যাপন করতেন ওঁরা। কিন্তু গত ২২ বছর ধরে সেই যাপন বন্ধ হয়ে যায়। এবার ইদ উপলক্ষে ফের সেই ঐতিহ্য, দুই বাংলার মিলনোৎসব, নৌকো বাইচ প্রতিযোগিতার আনন্দ অনুভব করতে পারলেন ওঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওঁরা মানে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্তের বাসিন্দা বহু মানুষ। ২২ বছর পর যাঁরা সাক্ষী হলেন এই প্রতিযোগিতার।
এমনিতে দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের সময়, দু-পাড়ের মানুষকে কাছাকাছি আসতে দেখা যায়। ইছামতীর পাড়ে এপার-ওপার দুই বাংলার সেই মিলনের ছবি অনেক কিছু মনে করিয়ে দেয় অনেককে।
উত্তর ২৪ পরগনার টাকিতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যখন উৎসবের মেজাজ থাকে, তখন ওপারে বাংলাদেশের সাতক্ষীরাতেও শোনা যায় বিসর্জনের ধ্বনি। মাঝখানে দিয়ে বয়ে চলা ইছামতী সাক্ষী থাকে সেই বিসর্জনের
দশমীর সকালে ইছামতীতে শুরু হয় দুই বাংলার প্রতিমা নিরঞ্জন। টাকি রাজবাড়ি ঘাটে টাকি পুবের রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়। কড়া নজরদারি রাখে BSF আর বর্ডার গার্ড বাংলাদেশ।
সে দিক থেকে এদিনের উৎসব বেশ কিছুটা আলাদা। এই উৎসব বন্ধ হয়েছিল ২০০২ সালে। মাঝে কেটে গিয়েছে ২২টি বছর।
কিন্তু ঐতিহ্য ভোলেননি এপার বা ওপার, কোনও দিকের বাসিন্দারাই। তাই মিলনোৎসব ফের শুরু হওয়ার আনন্দে দ্বিধাহীন ভাবে সামিল হয়েছেন।
নির্দিষ্ট করে বললে, ২২ বছর পর স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ফের এই নৌকো বাইচ প্রতিযোগিতা হল। বঙ্গের ঐতিহ্যবাহী এই উৎসবকে ফিরিয়ে আনতে বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েত হাকিমপুর বাজার কমিটির পাশাপাশি তৎপর হয় সীমান্ত রক্ষী বাহিনীও।
দু-তরফের যৌথ উদ্যোগে নতুন করে অনুষ্ঠিত হল নৌকো বাইচ প্রতিযোগিতা।তিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি তা দেখার জন্যও দুই বাংলার দুই পারে মানুষের ঢল নামে। দেখার মতো হয় সেই দৃশ্যও।
যেখানে এই নৌকো বাইচ প্রতিযোগিতা হয়েছে, সেখান দিয়েই বয়ে গিয়েছে সোনাই নদী। এর এক পাড়ে ভারত, অন্য পাড়ে বাংলাদেশ। এই নদীর জলেই মিলনোৎসবের প্রতিযোগিতা উপভোগ করলেন বহু মানুষ। ঐতিহ্যের সাক্ষী থাকলেন তাঁরা, ফিরে এল দু-দশক পুরনো অগুনতি স্মৃতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -