ABP Cvoter WB Opinion Poll 2024:হাইভোল্টেজ কেন্দ্রে জয়ের সম্ভাবনা কাদের? কী ইঙ্গিত ABP CVoter সমীক্ষায়?

Election 2024:লোকসভা নির্বাচনে আর এক সপ্তাহ বাকি। তার হাতে এল এবিপি সি ভোটারের সমীক্ষা। কোথায় কাকে এগিয়ে রাখা হচ্ছে, এই সমীক্ষায় তারই একটি আভাস মিলেছে। সম্ভাব্য জয়ী কারা? একনজরে দেখে নেওয়া যাক?

হাইভোল্টেজ কেন্দ্রে জয়ের সম্ভাবনা কাদের? কী ইঙ্গিত ABP CVoter সমীক্ষায়? (ছবি: PIXABAY)

1/10
লোকসভা নির্বাচনে আর এক সপ্তাহ বাকি। তার হাতে এল সি ভোটারের সমীক্ষা। কোথায় কাকে এগিয়ে রাখা হচ্ছে, এই সমীক্ষায় তার একটা আভাসমাত্র মিলেছে। যেমন, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে সম্ভাব্য বিজেপির দেবশ্রী চৌধুরী এবং সিপিএমের সায়রা শাহ হালিমকে পিছিয়ে ফেলে আপাতত সম্ভাব্য জয়ী তৃণমূলের মালা রায়। (ছবি:Mala Roy Facebook)
2/10
আগামী ১৩ মে, চতুর্থ দফায় ভোটগ্রহণ বহরমপুরে। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি-র প্রার্থী নির্মল সাহা। সমীক্ষা বলছে, অধীর সম্ভাব্য জয়ী বহরমপুরে। (ছবি:PTI)
3/10
হুগলিতে ভোটগ্রহণ ২০ মে, পঞ্চম দফায়। সেখানে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, বিজেপি-র লকেট চট্টোপাধ্যায় এবং সিপিএম-এর মনোদীপ ঘোষ। সমীক্ষা বলছে, হুগলিতে সম্ভাব্য জয়ী লকেট। তবে ৩ শতাংশ সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে।(ছবি:PTI)
4/10
আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোটগ্রহণ কৃষ্ণনগরে। সেখানে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি-র অমৃতা রায় এবং সিপিএম প্রার্থী এস এম সাদি। সমীক্ষা বলছে, কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ১ শতাংশ সুইং হলেই পাল্টে যেতে পারে ফলাফল। তবে সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রয়েছেন মহুয়া।(ছবি:PTI)
5/10
হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। যেখানে লড়ছেন স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।বামেদের প্রার্থী প্রতীক উর রহমান। ISF -এর প্রার্থী মজনু লস্কর। এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। সম্ভাব্য জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ছবি:PTI)
6/10
বালুরঘাটে প্রার্থী স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিপ্লব মিত্র তৃণমূলের টিকিটে লড়ছেন। জোট প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। ISF প্রার্থী মোজাম্মেল হক। সি ভোটার বলছে সুকান্ত মজুমদার সম্ভাব্য জয়ী। (ছবি:PTI)
7/10
গত কয়েক দিন ধরে প্রায় নিয়মিত শিরোনামে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি। এখানে প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। নিজের পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে এখানে নিয়ে আসায় তিনি যে অসন্তুষ্ট, সেটা প্রথমে গোপন করেননি। তবে প্রচারে খামতিও রাখছেন না। তাঁর উল্টো দিকে প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ। বামেদের তরফে লড়ছেন বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষাল। এখানে ভোট ১৩ মে, অর্থাৎ চতুর্থ দফায়। এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা। ১ শতাংশ ভোট 'স্যুইং' হলে পাল্টে যেতে পারে ফলাফল। না হলে আপাতত এগিয়ে দিলীপ ঘোষ, ইঙ্গিত সমীক্ষায়। (ছবি:PTI)
8/10
তমলুকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বিজেপি-র কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিপিএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায়। সি ভোটার সমীক্ষা বলছে, তমলুকে সম্ভাব্য জয়ী অভিজিৎ। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ তমলুকে। (ছবি:PTI)
9/10
মেদিনীপুরে এবার ষষ্ঠ দফায় ১৫ মে ভোটগ্রহণ। সেখানে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া, বিজেপি-র অগ্নিমিত্রা পাল, সিপিএম-এর বিপ্লব ভট্ট। সমীক্ষা বলছে, সম্ভাব্য জয়ী অগ্নিমিত্রা।(ছবি:PTI)
10/10
তবে একটি বিষয় খেয়াল রাখা দরকার। প্রথমত, এই সমীক্ষার সঙ্গে আমাদের সম্পাদকীয় কোনও সম্পর্ক নেই। আমাদের জার্নালিস্টিক জাজমেন্টেরও কোনও জায়গাই নেই এখানে। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা হুবহু আপনাদের সামনে তুলে ধরি মাত্র। কুড়ি বছর ধরে আপনাদের এই সমীক্ষা দেখিয়ে আসছি। বহুবার মিলেছে, বহুবার মেলেনি। সমীক্ষা কখনও একশোয় একশো পেয়েছে, কখনও শূন্য পেয়েছে। কারণ সমীক্ষা কোনও রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। তাই একে ধ্রবসত্য মনে করে উচ্ছ্বসিত, বা হতাশ হওয়ার কোনও কারণ নেই। এটা আপনারা কী ভাবছেন, তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র। (ছবি:PTI)
Sponsored Links by Taboola