Madan Mitra: ফেসবুকে দুরন্ত ছবি, কর্মসূচির মধ্যেই 'ফুরফুরে' মদন মিত্র

Photo On Facebook: ছিল রাজনৈতিক কর্মসূচি। কিন্তু কামারহাটির বিধায়ক রাস্তায় মানে তাতে অন্য মাত্রা তো যোগ হবেই। এমনিতে পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর কিছুটা অস্বস্তিতে শাসকদল।

কিশোরী অনুরাগীদের আবদার মেটাচ্ছেন তৃণমূল বিধায়ক (ছবি: Madan Mitra Facebook)

1/8
ছিল রাজনৈতিক কর্মসূচি। কিন্তু কামারহাটির বিধায়ক রাস্তায় মানে তাতে অন্য মাত্রা তো যোগ হবেই।
2/8
পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর কিছুটা অস্বস্তিতে শাসকদল। অন্তত তেমনই গুঞ্জন রাজনৈতিক মহলে।
3/8
এদিন কিছুটা সেই প্রসঙ্গেই দলীয় কর্মসূচির ডাক দেন মদন মিত্র। নির্দিষ্ট করে বললে, ইডি-সিবিআইয়ের মতো সংস্থার নিরপেক্ষতার দাবিতেই রাস্তায় নেমেছিলেন তিনি।
4/8
হঠাতই দক্ষিণেশ্বরের সামনে তখন 'মদন-ভক্তদের' বড় জটলা বেঁধে যায়।
5/8
বিধায়ককে কাছে পেয়ে ঘিরে ধরেন অনুরাগীরা। ছবি তোলার আবদার আসে নানা জায়গা থেকে।
6/8
যুবক থেকে তরুণী, কেউ বাদ যেননি। সকলের আর্জি হাসিমুখে রাখেন কামারহাটির বিধায়ক।
7/8
সেলফির আবদার করে এক কিশোরী। তাকেও ফেরাননি মদন মিত্র। পরে সব ছবি দেন সোশ্যাল মিডিয়ায়।
8/8
এদিনের কর্মসূচিতে প্রজাপতি রঙের টি-শার্ট ও হলুদ সানগ্লাস পরেছিলেন জোড়াফুল শিবিরের এই বিধায়ক। তাঁকে কাছে পেয়ে ছবি তোলার আবদার ধরে রাখতে পারেননি অনেকেই।
Sponsored Links by Taboola