Madhyamgram: ২৮ সেকেন্ডে ৫২টি নাচের মুদ্রা, তাক লাগাল মধ্যমগ্রামের খুদে
পাঁচ বছর বয়সে ২৮ সেকেন্ডে নাচের মোট বাহান্নটা মুদ্রা। নজির মধ্যমগ্রামের এক খুদের (তথ্য ও ছবি: সমীরণ পাল)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলল মধ্যমগ্রাম বসুনগর এর বাসিন্দা সাড়ে পাঁচ বছর বয়সী প্রমা পাল
ইচ্ছে শক্তি আর অভ্যাসের জোরে সাড়ে পাঁচ বছর বয়সে ২৮ সেকেন্ডে নাচের মোট বাহান্নটা মুদ্রা করতে পারে সে।
পরিবারের তরফে জানান হয়েছে, খুব ছোট থেকেই তার নাচের প্রতি আগ্রহ ছিল।
পড়াশোনার সঙ্গে সঙ্গে ভরতনট্যম, কত্থক-সহ একাধিক নাচে সে পারদর্শী হয়ে উঠেছিল।
মেয়ের এই প্রতিভা দেখে বিস্মিত হয়েছিলেন মা-বাবাও। আর এই বিরল প্রতিভা যাতে নষ্ট না হয়, সে জন্য পরিবারের তরফ থেকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডস-এ আবেদন করা হয়েছিল।
এরপরই সেই কমিটি জুলাই মাসের মাঝামাঝি সময়ে সাড়া দেয়। সেখান থেকে বলা হয়, প্রমার এই গুণ ও বিরল প্রতিভার সমস্ত তথ্য ও নথি চেয়ে পাঠানো হয়।
অনলাইনে নাচের ৫২ মুদ্রার ভিডিও এবং যাবতীয় তথ্য পাঠিয়ে দেওয়া হয় পরিবারের তরফ থেকে।
গত কয়েকদিন আগেই প্রমার বাড়িতে এসে পৌঁছয় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস পুরস্কার, ট্রফি আই কার্ড।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই খুশি পরিবার। প্রমার মা পূরবী সাহা পাল জানিয়েছেন, প্রমা বেড়়ে উঠুক নিজের মত করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -