Bengali Mountaineer Creat History: পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয় বাঙালি সপ্তর্ষি দেব বর্মনের
Bengali Mountaineer saptarshi deb Barman: ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসের উচ্চতা ৫,৬৪২ মিটার। সপ্তর্ষি সেই দূরত্ব পূরণ করেছেন অদম্য জেদ, কঠোর মানসিকতা ও হার না মানা মনোভাবের পরিচয় দিয়ে।
Continues below advertisement
ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয় সপ্তর্ষি দেব বর্মনের
Continues below advertisement
1/7
বাঙালি যুবকের ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয়। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও প্রশিক্ষিত পর্বতারোহী সপ্তর্ষি দেব বর্মন ইতিহাস গড়েছিলেন গত ১৪ আগস্ট।
2/7
ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসের উচ্চতা ৫,৬৪২ মিটার। ব্যারাকপুর নিবাসী সপ্তর্ষি সেই দূরত্ব পূরণ করেছেন অদম্য জেদ, কঠোর মানসিকতা ও হার না মানা মনোভাবের পরিচয় দিয়ে।
3/7
মাউন্ট এলব্রুসের খাড়া ঢাল, উচ্চতায় অক্সিজেনের ঘাটতি সবকিছুই বারবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল সপ্তর্ষির সামনে। কিন্তু সব প্রতিকূলতা ছাপিয়ে শেষ পর্যন্ত সর্বোচ্চ শৃঙ্গে উঠে তেরঙ্গা উত্তোলন করেন এই যুবক।
4/7
সপ্তর্ষি দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (HMI) থেকে বেসিক ও অ্যাডভান্স মাউন্টেনিয়ারিংয়ের কোর্স করেছেন। পেশার ব্যস্ততার মধ্য়েও নিজের স্বপ্নপূরণ করেছেন তিনি।
5/7
তবে সপ্তর্ষির সাফল্য কিন্তু এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে লাদাখের অনামী শৃঙ্গ (৬,১৮০ মিটার) জয় করেছিলেন তিনি।
Continues below advertisement
6/7
এছাড়াও ২০২৪ সালে মাত্র দুই দিনের ব্যবধানে কাং ইয়াৎসে ১ ও ২ শৃঙ্গ সফলভাবে আরোহণ করে নজির গড়েছিলেন সপ্তর্ষি।
7/7
বাঙালি হারতে জানে না, বাঙালি কোনও প্রতিকূলতাতেই পিছপা হতে জানে না। বছর চল্লিশের সপ্তর্ষি প্রমাণ করে দিলেন যে সাহস, অধ্যাবসায়, জেদ থাকলে যে কোনও ইচ্ছেপূরণ সম্ভব, স্বপ্নপূরণ সম্ভব।
Published at : 20 Aug 2025 07:38 PM (IST)