Bengali Mountaineer Creat History: পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয় বাঙালি সপ্তর্ষি দেব বর্মনের

Bengali Mountaineer saptarshi deb Barman: ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসের উচ্চতা ৫,৬৪২ মিটার। সপ্তর্ষি সেই দূরত্ব পূরণ করেছেন অদম্য জেদ, কঠোর মানসিকতা ও হার না মানা মনোভাবের পরিচয় দিয়ে।

Continues below advertisement

ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয় সপ্তর্ষি দেব বর্মনের

Continues below advertisement
1/7
বাঙালি যুবকের ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয়। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও প্রশিক্ষিত পর্বতারোহী সপ্তর্ষি দেব বর্মন ইতিহাস গড়েছিলেন গত ১৪ আগস্ট।
2/7
ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসের উচ্চতা ৫,৬৪২ মিটার। ব্যারাকপুর নিবাসী সপ্তর্ষি সেই দূরত্ব পূরণ করেছেন অদম্য জেদ, কঠোর মানসিকতা ও হার না মানা মনোভাবের পরিচয় দিয়ে।
3/7
মাউন্ট এলব্রুসের খাড়া ঢাল, উচ্চতায় অক্সিজেনের ঘাটতি সবকিছুই বারবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল সপ্তর্ষির সামনে। কিন্তু সব প্রতিকূলতা ছাপিয়ে শেষ পর্যন্ত সর্বোচ্চ শৃঙ্গে উঠে তেরঙ্গা উত্তোলন করেন এই যুবক।
4/7
সপ্তর্ষি দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (HMI) থেকে বেসিক ও অ্যাডভান্স মাউন্টেনিয়ারিংয়ের কোর্স করেছেন। পেশার ব্যস্ততার মধ্য়েও নিজের স্বপ্নপূরণ করেছেন তিনি।
5/7
তবে সপ্তর্ষির সাফল্য কিন্তু এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে লাদাখের অনামী শৃঙ্গ (৬,১৮০ মিটার) জয় করেছিলেন তিনি।
Continues below advertisement
6/7
এছাড়াও ২০২৪ সালে মাত্র দুই দিনের ব্যবধানে কাং ইয়াৎসে ১ ও ২ শৃঙ্গ সফলভাবে আরোহণ করে নজির গড়েছিলেন সপ্তর্ষি।
7/7
বাঙালি হারতে জানে না, বাঙালি কোনও প্রতিকূলতাতেই পিছপা হতে জানে না। বছর চল্লিশের সপ্তর্ষি প্রমাণ করে দিলেন যে সাহস, অধ্যাবসায়, জেদ থাকলে যে কোনও ইচ্ছেপূরণ সম্ভব, স্বপ্নপূরণ সম্ভব।
Sponsored Links by Taboola