North Bengal Weather : ভাঙছে পাড়, ঢুকছে ঘরে, উত্তরবঙ্গে ভয়াল চেহারা নদীর, বিপর্যয় সামলাতে নামল সেনা
উত্তরবঙ্গে অব্যাহত দুর্যোগ। সপ্তাহাধিক কাল ধরে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টি হয়েছে। সিকিমের দুর্যোগের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের আবহাওয়াতেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবারবার ধস নেমে ছিন্ন হচ্ছে একাধিক রাস্তা। রাস্তা ভেঙে একাধিকবার বন্ধ হয়েছে কালিম্পং - দার্জিলিং সংযোগকারী রাস্তা। সিকিমের পথও বেশ ক্ষতিগ্রস্ত।
সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছে। জলপাইগুড়ির দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জল বেড়েছে চেল, লিস, ঘিস, ডায়না, জলঢাকা-সহ বিভিন্ন নদীতে। রাত থেকে বৃষ্টি হচ্ছে ধূপগুড়ি-শহরসহ গোটা ডুয়ার্স জুড়ে।
মালবাজারের লিস নদীর জল ঢুকে পড়েছে গ্রামে। ওয়াসাবাড়ি ও চান্দাবাড়ি গ্রামেও ঢুকছে জল। জলের তলায় চলে গিয়েছে গাড়ি। মালবাজারে উদ্ধারকাজে নামল সেনা।
ভারী বৃষ্টির সতর্কতা থাকায় চিন্তায় নদী-পাড়ের বাসিন্দারা। মালদাতেও গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। ইংরেজবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ড জলমগ্ন। পুরাতন মালদার ১০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় রাজ্য সড়ক জলের তলায়।
জল জমতে শুরু করেছে ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে।জল জমে বিপর্যস্ত জনজীবন। বেহাল নিকাশির কারণেই ভোগান্তি বলে দাবি শহরবাসীর।
ধস নামা নিয়ে আবারও উত্তরবঙ্গকে সতর্ক করল আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টিতে ধস নামতে পারে যে কোনও সময়ে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।
এখনই উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মন কোনও বদল হচ্ছে না। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়।
image 11
- - - - - - - - - Advertisement - - - - - - - - -