শিলিগুড়ি থেকেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার! চোখের সামনে গিরিশৃঙ্গ দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী
pahar
1/7
মলয় চক্রবর্তী, দার্জিলিং: সকালে ঘুম ভেঙেই চোখের সামনে ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘা।
2/7
রবিবারের সকালে অন্যরকম অভিজ্ঞতা হল শিলিগুড়িবাসীর।
3/7
শরতের নীল আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে তুষারধবল গিরিশৃঙ্গ।
4/7
সোনা রোদ গায়ে মেখে হাতছানি দিচ্ছে পাহাড় প্রেমীদের।
5/7
কাঞ্চনজঙ্ঘা ও শিলিগুড়ি শহরের দূরত্ব ১০০ কিলোমিটার। তবুও ২৮ হাজার ১৬৯ ফুট উঁচু এই পর্বতশঙ্গ দৃশ্যমান।
6/7
শিলিগুড়ির হিলকার্ট রোড, দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল, মহানন্দা সেতু, নানা জায়গা থেকে এদিন দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে।
7/7
বহুদিন বাদে এমন দৃশ্য ঝটপট ক্যামেরাবন্দি করে ফেলেছেন অনেকেই।
Published at : 12 Sep 2021 01:02 PM (IST)