North Bengal Landslide : বিপর্যস্ত পাহাড়, পরপর ধস, বন্ধ যান চলাচল, টয়ট্রেন
প্রবল বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস। বিপর্যস্ত জনজীবন। আটকে পড়েছেন পর্যটকরা। কালিম্পঙে মেঘ ফেটে বৃষ্টি। তিস্তার জলে ডুবে গিয়েছে পাহাড়ি রাস্তও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজলপাইগুড়ি জেলায় তিস্তার সংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। চলছে মাইকে প্রচার।
তিস্তা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। ফলে জলপাইগুড়িতে তিস্তা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়ছে।
বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙার আশঙ্কা।
তিস্তায় জল বাড়ায়, জলপাইগুড়ি পুরসভার বিবেকাননন্দ পল্লি ও সারদা পল্লি এলাকা জলমগ্ন।
লাগাতার বৃষ্টিতে কোচবিহারের নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে। মেখলিগঞ্জে তিস্তা নদীতে জারি হয়েছে লাল সতর্কতা। মাথাভাঙা পর্যন্ত জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তোর্সা-সহ অন্যান্য নদীতেও বাড়ছে জলস্তর।
তোর্সা ও তিস্তা তীরবর্তী নিচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে।
পরপর ধস নামছে দার্জিলিং ও কার্শিয়ঙে। ধস নেমেছে লাভাতেও।
মহানদীর কাছে কার্শিয়ং থেকে সুকনাগামী ৫৫ নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছে। ধস নেমে লাভা-আলগাড়া রোডও বন্ধ।
অতি বৃষ্টির জেরে দার্জিলিং স্টেশনের কাছেও পাহাড়ি রাস্তায় ধস নেমেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -