North Bengal Landslide : বিপর্যস্ত পাহাড়, পরপর ধস, বন্ধ যান চলাচল, টয়ট্রেন
North Bengal Landslide : বিপর্যস্ত পাহাড়, পরপর ধস, বন্ধ যান চলাচল, টয়ট্রেন
1/10
প্রবল বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস। বিপর্যস্ত জনজীবন। আটকে পড়েছেন পর্যটকরা। কালিম্পঙে মেঘ ফেটে বৃষ্টি। তিস্তার জলে ডুবে গিয়েছে পাহাড়ি রাস্তও।
2/10
জলপাইগুড়ি জেলায় তিস্তার সংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। চলছে মাইকে প্রচার।
3/10
তিস্তা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। ফলে জলপাইগুড়িতে তিস্তা ও জলঢাকা নদীতে জলস্তর বাড়ছে।
4/10
বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙার আশঙ্কা।
5/10
তিস্তায় জল বাড়ায়, জলপাইগুড়ি পুরসভার বিবেকাননন্দ পল্লি ও সারদা পল্লি এলাকা জলমগ্ন।
6/10
লাগাতার বৃষ্টিতে কোচবিহারের নদীগুলিতে জল বাড়তে শুরু করেছে। মেখলিগঞ্জে তিস্তা নদীতে জারি হয়েছে লাল সতর্কতা। মাথাভাঙা পর্যন্ত জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তোর্সা-সহ অন্যান্য নদীতেও বাড়ছে জলস্তর।
7/10
তোর্সা ও তিস্তা তীরবর্তী নিচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে।
8/10
পরপর ধস নামছে দার্জিলিং ও কার্শিয়ঙে। ধস নেমেছে লাভাতেও।
9/10
মহানদীর কাছে কার্শিয়ং থেকে সুকনাগামী ৫৫ নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছে। ধস নেমে লাভা-আলগাড়া রোডও বন্ধ।
10/10
অতি বৃষ্টির জেরে দার্জিলিং স্টেশনের কাছেও পাহাড়ি রাস্তায় ধস নেমেছে।
Published at : 20 Oct 2021 01:54 PM (IST)