Sikkim Flood: অঝোর ধারায় বৃষ্টি, যখন-তখন ধস, বিপর্যস্ত সিকিমে আটকে কয়েক হাজার পর্যটকরা
সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে তিস্তা-তোর্সা-জলঢাকার মতো নদীগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাগাতার বৃষ্টিতে ধস নেমে আপাতত বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ দার্জিলিং-কালিম্পং সংযোগকারী রাস্তাও। এখনই পাহাড়ে বৃষ্টি কমার সম্ভাবনা নেই বলে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে অঝোর বৃষ্টিতে এখনও বিপর্যস্ত সিকিম। যখন তখন ধস নামছে। কালিম্পঙের বালুখোলা ও লিখুভিরে ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ।
গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তাতেও ধস নেমেছে। লাচুংয়ে প্রায় ২ হাজার পর্যটক আটকে রয়েছেন। আবহাওয়ার উন্নতি না হওয়ায় হেলিকপ্টার ওড়েনি। হাঁটিয়ে নামানো হচ্ছে পর্যটকদের। উত্তর সিকিম ও চুংথাঙের মধ্যে বহু গাড়ি আটকে পড়েছে।
উত্তর সিকিমের লাচুংয়ে এখনও আটকে প্রায় ১২০০ পর্যটক। এদের মধ্যে প্রায় ১৫ জন বিদেশি পর্যটক রয়েছেন। আবহাওয়ার উন্নতি না হওয়ায় হেলিকপ্টারে করে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।
অন্যদিকে, অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বাড়ায় দার্জিলিং ও কালিম্পং সংযোগকারী রাস্তা এখনও বন্ধ। চিত্রেশ থেকে সিকিম যাওয়ার রাস্তাও বন্ধ।
গ্যাংটকের তাশি ভিউ পয়েন্ট থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়কের একাংশে ধস নামায় যান চলাচল বন্ধ রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -