North Bengal Strike : পুলিশের সামনে দোকান বন্ধ, বাস ভাঙচুর, মুখোমুখি বিজেপি ও তৃণমূল - উত্তরবঙ্গে কেমন হল বনধ?
কোচবিহারে বাস আটকালেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
North Bengal Strike : পুলিশের সামনে দোকান বন্ধ, বাস ভাঙচুর, মুখোমুখি বিজেপি ও তৃণমূল - উত্তরবঙ্গে কেমন হল বনধ?
1/8
বাস ভাঙচুর, দোকানপাট বন্ধ করতে হুমকি!দাদাগিরি। তৃণমূল-বিজেপির সংঘর্ষ!বিজেপির ডাকা উত্তরবঙ্গ বন্ধে সেই চেনা ছবিগুলিই ফিরে এল শুক্রবার।
2/8
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়।
3/8
বন্ধকে ঘিরেই এদিন সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায়,কোচবিহারে। দক্ষিণ খাগড়াবাড়িতে অশান্তির আশঙ্কা করে হেলমেট পরেই সরকারি বাস নিয়ে রাস্তায় নেমেছিলেন চালক। কিন্তু, বনধ অমান্য করায় সেই বাসেই ভাঙচুর করার অভিযোগ উঠল বনধ সমর্থকদের বিরুদ্ধে।
4/8
ঘুঘুমারিতে বিজেপি-তৃণমূল দুপক্ষের মধ্য়ে উত্তেজনা তৈরি হয় । এদিন বনধের সমর্থনে যেমন পথে নামে বিজেপি, তেমনই বনধের বিরোধিতায় পথে নামে তৃণমূলও।
5/8
ঘুঘুমারিতে দুপক্ষ মুখোমুখি চলে এলে, উত্তেজনা তৈরি হয়। হাতাহাতি বাধে।
6/8
তুফানগঞ্জ বলরামপুর চৌপতি এলাকায় বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি।
7/8
কোচবিহারের চাকিরবাজারেও উত্তেজনা। সেখানে বিজেপি সমর্থকদের উদ্দেশে বাঁশ নিয়ে তেড়ে যায় তৃণমূল কর্মীরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপি।
8/8
অন্যদিকে বনধের সমর্থনে শিলিগুড়ির হিলকার্ট রোডে অবরোধ করে বিজেপি। NBSTC-র বাসচালককে মারধর করা হয়। অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিশ ।
Published at : 28 Apr 2023 02:53 PM (IST)