TMC 21 July: ২১ জুলাই উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল, যানজটের আশঙ্কা শহরে, কীভাবে পৌঁছবেন গন্তব্যে?
পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে আজ প্রথম সমাবেশ তৃণমূল কংগ্রেসের। ২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে আজই শেষ ২১ জুলাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকাল থেকেই কলকাতামুখী জনস্রোত। জেলা থেকে বাসে-ট্রেনে- নৌকায় আসছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। আর এরই মধ্যে রয়েছে যানজটের আশঙ্কা। সপ্তাহের কাজের দিনে যানজট এড়াবেন কীভাবে?
তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই ঘিরে শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে যে মিছিল শুরু হবে, তা ভূপেন বোস অ্যাভিনিউ, বিধান সরণি, কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ -সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে ধর্মতলায় সভাস্থলে।
হাজরা মোড় থেকে শুরু হওয়া মিছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে পৌঁছবে ধর্মতলায়।
হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, তা রবীন্দ্র সেতু, ব্রেবোর্ন রোড, ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, পোদ্দার কোর্ট, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে সভাস্থলে। একইভাবে শিয়ালদা থেকে বেরনো মিছিল এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং, এস এন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে এগোবে ধর্মতলার দিকে।
অন্যদিকে, মহাজাতি সদনের সামনে থেকে একটি মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে সভাস্থলে। ঠিক তেমনই নিমক মহল রোড এলাকা থেকে গার্ডেনরিচ রোড, বাবুবাজার মোড়, খিদিরপুর রোড, হেস্টিংস হয়ে ধর্মতলার দিকে এগোবে মিছিল।
বাইপাস বা ট্যাংরা এলাকা হয়ে যে তৃণমূল কর্মী ও সমর্থকরা সভাস্থলের দিকে যাবেন, তাঁরা গোবিন্দ খটিক রোড ,CIT রোড, মৌলালি ক্রসিং, এস এন ব্যানার্জি রোড হয়ে এগোবেন ধর্মতলার দিকে।
এছাড়াও বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বেশ কয়েকটি মিছিলও ২১ জুলাইয়ের সভামঞ্চের দিকে এগোবে।
এছাড়াও বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বেশ কয়েকটি মিছিলও ২১ জুলাইয়ের সভামঞ্চের দিকে এগোবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -