Panbu Dara View Point : পাহাড়ে অপূর্ব রঙের খেলা, তিস্তার নয়নাভিরাম দৃশ্য, পাহাড়ের শান্তি, ঘুরে আসুন পানবু ভিউ পয়েন্ট

Panbu Dara View Point

1/10
আকাশটা দেখলে মনে হবে স্বপ্নের মতো। বিরাট ক্যানভাসে যেন রঙ তুলির খেলা। দূষণ কথাটা যেখানে অভিধান থেকে বাদ হয়ে যায়।
2/10
পুজোয় যাঁরা একটু নিরিবিলি মনোরম ডেস্টিনেশন খুঁজছেন, তাঁরা যেতে পারেন কালিম্পঙের ইয়াংমাকুম গ্রাম পঞ্চায়েতের পানবুতে।
3/10
কালিম্পং শহর থেকে ৪৮ কিমি দূরে অবস্থিত ছোট্ট এক পাহাড়ি গ্রাম।
4/10
আস্তে আস্তে ভ্রমণার্থীদের নজরে পড়ছে এই স্বর্গোপম স্থানটি।
5/10
তিস্তার নয়নাভিরাম দৃশ্য দেখা যায় এখান থেকে।
6/10
একদিকে সমতল অন্যদিকে পাহাড়ের নৈস্বর্গিক শোভা দেখা যায় এখান থেকে।
7/10
কাছাকাছি আছে সামথার, চারকোল, পাবুং প্রভৃতি জায়গা। যাঁরা এই জায়গাগুলিতে আসেন, তাঁরাও একবার পানবু ঘুরে যান।
8/10
শিলিগুড়ি থেকে মাত্র ৪০ কিমি দূরে এই গ্রাম।
9/10
স্থানীয়রা জানালেন, মাঝে মাঝেই ট্যুরিস্ট আসে এই জায়গায়, তবে এখনও সেভাবে ভিড় হয় না।
10/10
এলাকায় চলছে নানা উন্নয়নের কাজ। আশা করা যায়, কাজ সম্পন্ন হলে আরও বেশ পর্যটকদের আকর্ষণ করবে পানবু। ছবি ও তথ্য: উমেশ তামাং
Sponsored Links by Taboola