Panbu Dara View Point : পাহাড়ে অপূর্ব রঙের খেলা, তিস্তার নয়নাভিরাম দৃশ্য, পাহাড়ের শান্তি, ঘুরে আসুন পানবু ভিউ পয়েন্ট
আকাশটা দেখলে মনে হবে স্বপ্নের মতো। বিরাট ক্যানভাসে যেন রঙ তুলির খেলা। দূষণ কথাটা যেখানে অভিধান থেকে বাদ হয়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুজোয় যাঁরা একটু নিরিবিলি মনোরম ডেস্টিনেশন খুঁজছেন, তাঁরা যেতে পারেন কালিম্পঙের ইয়াংমাকুম গ্রাম পঞ্চায়েতের পানবুতে।
কালিম্পং শহর থেকে ৪৮ কিমি দূরে অবস্থিত ছোট্ট এক পাহাড়ি গ্রাম।
আস্তে আস্তে ভ্রমণার্থীদের নজরে পড়ছে এই স্বর্গোপম স্থানটি।
তিস্তার নয়নাভিরাম দৃশ্য দেখা যায় এখান থেকে।
একদিকে সমতল অন্যদিকে পাহাড়ের নৈস্বর্গিক শোভা দেখা যায় এখান থেকে।
কাছাকাছি আছে সামথার, চারকোল, পাবুং প্রভৃতি জায়গা। যাঁরা এই জায়গাগুলিতে আসেন, তাঁরাও একবার পানবু ঘুরে যান।
শিলিগুড়ি থেকে মাত্র ৪০ কিমি দূরে এই গ্রাম।
স্থানীয়রা জানালেন, মাঝে মাঝেই ট্যুরিস্ট আসে এই জায়গায়, তবে এখনও সেভাবে ভিড় হয় না।
এলাকায় চলছে নানা উন্নয়নের কাজ। আশা করা যায়, কাজ সম্পন্ন হলে আরও বেশ পর্যটকদের আকর্ষণ করবে পানবু। ছবি ও তথ্য: উমেশ তামাং
- - - - - - - - - Advertisement - - - - - - - - -