Panchayat Poll 2023: মোটরবাইক ও সাইকেল র্যালিতে না, মিটিং- মিছিলের অনুমতি নিয়ে একাধিক নিয়ম, বিধি জারি কমিশনের
রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়তে নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন পর্ব। আর এরই মধ্যে প্রচার নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করল রাজ্য নির্বাচন কমিশন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকমিশনের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। বুথের ২০০ মিটারের মধ্যে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে হবে। কোনও গাফিলতি বরদাস্ত করবে না কমিশন।
কোন কোন শর্তে রাজনৈতিক দলগুলিকে মিটিং- মিছিলের অনুমতি দেওয়া হবে, শুক্রবার সেই নির্দেশনামা রাজ্যের সব পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের পাঠিয়েছে কমিশন। বলা হয়েছে, একটি থানা এলাকায় কোনও রাজনৈতিক দল বা তাদের প্রার্থী, দিনে সর্বাধিক তিনটি সভা করতে পারবেন।
সভা ও মিছিলের জন্য, অন্তত ৩ দিন আগে থানা থেকে অনুমতি চেয়ে আবেদন করতে হবে। সকাল ১০ থেকে রাত ৮টার মধ্যে আবেদনপত্র থানায় জমা দেওয়া যাবে।
আগে যে দল আবেদন করবে, তারাই পাবে অগ্রাধিকার। এই সংক্রান্ত যাবতীয় তথ্য রেজিস্টারে নথিবদ্ধ করবেন ওসি। শুধুমাত্র আবেদনপত্র জমা দিলেই হবে না, ওসি-র অনুমতি মিললে, তবেই করা যাবে সভা ও মিছিল।
৫ বছর আগে এক দিনের পঞ্চায়েত ভোটে,একাধিক অশান্তির ছবি উঠে এসেছিল জেলায় জেলায়। প্রাণ গেছিল বহু। এই প্রেক্ষাপটে, আসন্ন পঞ্চায়েত ভোটও এক দফাতেই করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
ফলে স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলেছে, সীমিত সংখ্যক পুলিশ দিয়ে কীভাবে এক দিনে গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট হবে? শুক্রবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -