Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Partha Chatterjee : অর্পিতার পর এবার দিলীপের মুখে আরেক 'পার্থ ঘনিষ্ঠ'র নাম - মোনালিসা ! কে তিনি?
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মুখে মোনালিসা দাসের নাম। কে তিনি ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । ট্যুইটে তিনি বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ'।
ফেসবুকে দিলীপ ঘোষ বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় গভীর জলের মাছ। শুধু ঘনিষ্ঠ মহিলার বাড়িতে কোটি কোটি টাকা গচ্ছিত রাখাই নয়, শান্তিকেতনে আরও এক ঘনিষ্ঠ মহিলার নামে একাধিক ফ্ল্যাট-সহ বিপুল সম্পত্তি। '
এরপর সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, শান্তিনিকেতনের বাসিন্দা মোনালিসা আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। ১০টি ফ্ল্যাট রয়েছে তাঁর।
একইসঙ্গে মোনালিসার বাংলাদেশি যোগও রয়েছে বলে দাবি দিলীপ ঘোষের।
এই দাবি কার্যত অস্বীকার করেছেন তিনি। বলেন, ' যা বলা হচ্ছে তা অমূলক। আমি আমার পেশার প্রতি সৎ। '
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থর হাতে রয়েছে শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় দফতর। স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা।
CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। CBI-এর পাশাপাশি, নিয়োগ দুর্নীতির তদন্তে নামে ED। এর আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে CBI।
পার্থর নাকতলার বাড়িতে গিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করে ED। ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -