Partha Chatterjee : ED হেফাজতে ১২ দিনে ৩ কেজি ওজন কমল পার্থর !
CGO কমপ্লেক্সের ৭ তলায় রয়েছে ED’র একটি কনফারেন্স রুম। সেখানেই বানানো হয়েছে অস্থায়ী তিনটি লক আপ। তারই একটিতে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সেলে রয়েছে একটি খাট, বিছানা ও সিলিং ফ্যান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকীভাবে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী , খাচ্ছেনটা কী ? এই নিয়ে সাধারণের আগ্রহের সীমা নেই। তবে শুক্রবারের খবর গত কয়েকদিন ৩ কেজি ওজন ঝরে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের।
ভুবনেশ্বর AIIMS -এর রিপোর্ট অনুসারে, পার্থ চট্টোপাধ্যায়ের ওজন এখন ১১১ কিলো। রয়েছে ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েডের সমস্যা। সোমবার দুপুরে, সমস্ত টেস্টের পর, ডায়াবেটিস ডায়েট দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে।
শিক্ষক নিয়োগে দুর্নীতি ও বিপুল টাকার উত্স নিয়ে মঙ্গলবার কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়কে ED-র একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। একদিন ছাড়া ছাড়া চলছে তাঁর স্বাস্থ্য পরীক্ষাও।
এরই মধ্যে শুক্রবার জানা গেল, পার্থ চট্টোপাধ্যায়ের অন্য কোনও শারীরিক জটিলতা নেই। তবে এ জদিনের জীবনযাপনে ৩ কেজি ওজন ঝরেছে তাঁর।
প্রতিদিনই জোকা ইএসআই হাসপাতালে পার্থ অর্পিতার জন্য থাকে ডাইজেস্টিভ বিস্কিট ও চা। রোজ তাঁরা তা খেলেও আজ খাননি।
সূত্রের খবর বলছে, ইডি হেফাজতে ১২ দিনে ৩ কেজি ওজন কমল পার্থর । ১১১ কেজি থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ওজন কমে ১০৮ কেজি।
অন্য কোনও শারীরিক অসুবিধা নেই, উল্লেখ জোকা ইএসআইয়ের রিপোর্টে। তবে তাঁকে নিয়মিত ক্রনিক অসুখের জন্য বেশ কিছু ওষুধ খেতে হয়।
শুক্রবার আদালতে তাঁর আইনজীবী জানান, ‘তাঁর মক্কেল বিধায়কপদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন’ আদালতে সওয়াল জবাবে দাবি পার্থর আইনজীবীর ।
আদালতে পার্থর আইনজীবী জানান,‘ এই পরিস্থিতিতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভাবছেন পার্থ। কোনও ঘুষ নেননি, ঘুষ নেওয়ার কোনও প্রমাণও মেলেনি। সমস্ত ডিড, যা এখনও উদ্ধার হয়েছে, সব নকল’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -