Exit Poll 2024
(Source: Poll of Polls)
Partha Chatterjee : অর্পিতার ৩১টি জীবন বিমা ! নমিনি পার্থ ! কত কোটি টাকা বছরে গুনতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানেন ?
অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার বার্ষিক প্রিমিয়ামই ছিল প্রায় দেড় কোটি টাকা। সেই টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায় !
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিটে দাবি ইডি-র। সূত্রের খবর, চার্জশিটে ইডি-র দাবি, অর্পিতার ৩১টি জীবনবিমার অধিকাংশেরই নমিনি ছিলেন পার্থ।
পার্থর মোবাইল ফোন ফরেন্সিকে এই তথ্য মিলেছে। ইডি-র দাবি, অর্পিতার বেশিরভাগ পলিসির বার্ষিক প্রিমিয়াম ছিল ৫০ হাজার, কোনওটির ৪৫ হাজার টাকা।
চার্জশিটে বিমা সংক্রান্ত এই নথি তুলে ধরেই পার্থ-অর্পিতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রমাণ করতে চেয়েছে ইডি। খবর সূত্রের।
সিবিআই সূত্রে দাবি, জেরায় প্রাক্তন শিক্ষামন্ত্রী দায় চাপিয়েছেন দফতরের আধিকারিকদের ঘাড়ে।
ঘাড়ে। পার্থর দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। তিনি শুধু দফতরের ফাইলে সই করতেন। তাঁর ভূমিকা সীমিত ছিল।
আধিকারিকদের উপর ভরসা করেছিলেন বলেও দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। খবর সিবিআই সূত্রে। পার্থর বয়ানের সূত্র ধরে এবার শিক্ষা দফতরের আধিকারিকদের ডাকতে পারে সিবিআই।
শুধু ৫০ কোটি টাকা আর বিপুল সম্পত্তির নথি উদ্ধারই নয়।নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের আরও সম্পত্তির হদিশ, আদালতে দাবি করেছে ইডি
তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে ইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম থাকছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও বিভিন্ন সংস্থার ডিরেক্টরদের।
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানিয়েছে ইডি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -