Partha Chatterjee : অর্পিতার ৩১টি জীবন বিমা ! নমিনি পার্থ ! কত কোটি টাকা বছরে গুনতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানেন ?
সূত্রের খবর, চার্জশিটে ইডি-র দাবি, অর্পিতার ৩১টি জীবনবিমার অধিকাংশেরই নমিনি ছিলেন পার্থ।
Partha Chatterjee : অর্পিতার ৩১টি জীবন বিমা ! নমিনি পার্থ ! কত কোটি টাকা বছরে গুনতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানেন ?
1/10
অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন বিমার বার্ষিক প্রিমিয়ামই ছিল প্রায় দেড় কোটি টাকা। সেই টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায় !
2/10
নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিটে দাবি ইডি-র। সূত্রের খবর, চার্জশিটে ইডি-র দাবি, অর্পিতার ৩১টি জীবনবিমার অধিকাংশেরই নমিনি ছিলেন পার্থ।
3/10
পার্থর মোবাইল ফোন ফরেন্সিকে এই তথ্য মিলেছে। ইডি-র দাবি, অর্পিতার বেশিরভাগ পলিসির বার্ষিক প্রিমিয়াম ছিল ৫০ হাজার, কোনওটির ৪৫ হাজার টাকা।
4/10
চার্জশিটে বিমা সংক্রান্ত এই নথি তুলে ধরেই পার্থ-অর্পিতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রমাণ করতে চেয়েছে ইডি। খবর সূত্রের।
5/10
সিবিআই সূত্রে দাবি, জেরায় প্রাক্তন শিক্ষামন্ত্রী দায় চাপিয়েছেন দফতরের আধিকারিকদের ঘাড়ে।
6/10
ঘাড়ে। পার্থর দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। তিনি শুধু দফতরের ফাইলে সই করতেন। তাঁর ভূমিকা সীমিত ছিল।
7/10
আধিকারিকদের উপর ভরসা করেছিলেন বলেও দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। খবর সিবিআই সূত্রে। পার্থর বয়ানের সূত্র ধরে এবার শিক্ষা দফতরের আধিকারিকদের ডাকতে পারে সিবিআই।
8/10
শুধু ৫০ কোটি টাকা আর বিপুল সম্পত্তির নথি উদ্ধারই নয়।নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের আরও সম্পত্তির হদিশ, আদালতে দাবি করেছে ইডি
9/10
তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে ইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম থাকছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও বিভিন্ন সংস্থার ডিরেক্টরদের।
10/10
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানিয়েছে ইডি।
Published at : 20 Sep 2022 11:26 AM (IST)