Partha Chatterjee : ‘কে ষড়যন্ত্র করেছে? ইডির প্রশ্নে কী বললেন পার্থ
‘কে ষড়যন্ত্র করেছে? ইডির প্রশ্নে কী বললেন পার্থ
1/10
টাকা-কাণ্ডে বারবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবারও পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা যায় ষড়যন্ত্রের অভিযোগ। তিনি পরিষ্কার জানান, টাকা তাঁর নয়। তবে কার ?
2/10
এর আগে, ইডি সূত্রে দাবি, জেরার মুখে ইতিমধ্যে অর্পিতা দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা তাঁর নয়! পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর কর্মীরাই ফ্ল্যাটে টাকা রেখে যেতেন!
3/10
রবিবার উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকা প্রসঙ্গে, প্রথমবার মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন , 'আমার নয়, আমার নয়, আমার নয়। আমি কোনওদিন টাকার লেনদেন করি না।'
4/10
সেই সঙ্গে তিনি ফের একবার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তাঁকে জিগ্যেস করা হয়, কে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? জল্পনা জিইয়ে রেখে তিনি বলেন, সময় হলেই জানতে পারবেন।
5/10
এই প্রসঙ্গে সোমবার ইডি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিগ্যেস করেন, অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে, কী বলবেন?’
6/10
কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এর কোনও জবাব দেননি বলেই খবর। টাকা-কাণ্ডে বারবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেও ইডি-র সামনে নীরবই থেকেছেন পার্থ।
7/10
সূত্রের খবর, পার্থকে নাকি জিগ্যেস করা হয়, টাকা কি আপনার? পার্থর জবাব ছিল, ' না’ । ইডির পরের প্রশ্ন ছিল, কার টাকা? পার্থর জবাব ছিল, জানি না।
8/10
বিভিন্ন মহলে প্রশ্ন, এই বিপুল পরিমাণ টাকার উৎস কী? কোথা থেকে এল এই কোটি কোটি টাকা? কে দিয়েছিল এত টাকা?
9/10
ইডি সূত্রে দাবি, পার্থ-অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টের এই ৮ কোটি টাকা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে নথি সংগ্রহ করা হয়েছে।
10/10
আপাতত নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে বুধবার অবধি ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে আসে, সেদিকেই সবার নজর।
Published at : 01 Aug 2022 03:46 PM (IST)