Tarpan: বৃষ্টিকে উপেক্ষা করেই পূর্বপুরুষদের প্রসন্ন করতে জেলায় জেলায় চলছে তর্পণ

রাত পোয়ালেই সূচনা হবে মাতৃপক্ষের। শারদীয়া নবরাত্রি পালন মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়ায় পিতৃপক্ষের শেষ লগ্নে পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য রাজ্যজুড়ে চলছে তর্পণ।

পূর্বপুরুষদের প্রসন্ন করতে তর্পণ

1/11
মহালয়ায় তর্পণ করে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন হলদিয়ার হলদি নদীর ঘাটেও।
2/11
গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে। ভিড় সামাল দিতে ব্লক প্রশাসন সবরকম প্রস্তুতি সেরে রেখেছে। আজ দিনভর কাকদ্বীপের লট নং আট ও নামখানা জেটি থেকে অতিরিক্ত ভেসেল ও লঞ্চ চালানো হবে। অতিরিক্ত বাস থাকবে সাগরের কচুবেড়িয়া থেকেও।
3/11
এদিকে আজ আরজি করের মৃত জুনিয়র নামে তর্পণ করল বীরভূম জেলা বিজেপি। তর্পণ চলছে সিউড়ির তিলপাড়া ব্যারেজেও। সেখানে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ অনান্য রয়েছেন।
4/11
image 4
5/11
পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় মহালয়ার পূর্ণ লগ্নে তর্পণ করতে বুধবার সকাল থেকেই বালির গঙ্গার ঘাটে ঘাটে নেমেছে মানুষের ঢল। পূর্বপুরুষকে তুষ্ট করার যে প্রথা যুগ যুগ ধরে চলে আসছে আজও তার অন্যথা হয়নি। সবকিছু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া শহরের যেসব গঙ্গার ঘাটে তর্পণ চলছে সেখানে বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে।
6/11
হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সকাল থেকেই দেখা যাচ্ছে তর্পণ করতে আসা মানুষের ভিড়। হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া থানার পক্ষ থেকে রামকৃষ্ণপুর ঘাট এলাকায় চলছে কড়া নজরদারি।
7/11
বাগবাজার ঘাটে তর্পণ করলেন বিজেপির রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য।
8/11
একই সঙ্গে বিজেপি ও তৃণমূল নেতৃত্বকে মহালয়ার তিথিতে তর্পণ করতে দেখা গেল দুর্গাপুর ব্যারেজের দামোদর নদের বিসর্জন ঘাটে। সেখানে তর্পণ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। পরে লক্ষ্ণণ ঘড়ুই বলেন, আরজি করের এই জঘন্য ঘটনায় যে বা যারা দোষী তাদের দ্রুত শাস্তির প্রার্থনা করছি দেবী দুর্গার কাছে। তিলোত্তমার আত্মার শান্তি কামনাতেও আজ তর্পণ করেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই।
9/11
গঙ্গাবক্ষে লঞ্চ নজরদারির পাশাপাশি আকাশে উড়ছে ড্রোন। পাশাপাশি রয়েছে প্রচুর সিসিটিভি ক্যামেরাও।
10/11
দুর্গাপুর ব্যারাজের দামোদর নদের বিসর্জন ঘাটে তর্পণ করতে দেখা যায় প্রাক্তন তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালকেও।
11/11
ভোর থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে মুষলধারায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এরই মধ্যে গঙ্গাসাগর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও ফলতার নদীঘাটগুলিতে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় জমিয়েছেন।
Sponsored Links by Taboola