Phalaharini Kali Puja 2024: আজ ফলহারিণী কালীপুজো, আলোয় সেজে উঠেছে গোটা দক্ষিণেশ্বর
মূলত জৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো দেওয়া হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাস্ত্র মতে, বিশেষ এই দিনে বিশেষ তন্ত্র ক্রিয়া সম্পন্ন করা হয় এবং এর মাধ্যমে মোক্ষলাভ করা যায় বলেই দাবি করা হয়।
অশান্তি, মহামারী-সহ যেকোনও বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে এই দিন মা কালীকে ফল অর্পণ করা হয়।
জৈষ্ঠ মাসেই আম, জাম, কাঠালে ভরে ওঠে বাংলার গাছ। এই নানা ফল দিয়েই অমাবস্যায় ফলহারিণী কালী পুজো দেওয়া হয়।
চলতি বছরে জৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে।
অমাবস্যা তিথি থাকবে আগামীকাল ৬ জুন বিকেল ৫টা ৫৩ মিনিট অবধি।
মা কালীর পুজো সন্ধ্যায় হয় বলে, ফলহারিণী কালী পুজো চলবে আজ রাতে।
বাঙালী জীবনে ফলহারিণী কালীপুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে শ্রী রামকৃষ্ণের জীবনধারাতেই।
মানুষের কল্যাণের জন্য শ্রী রামকৃষ্ণ এই দিনেই স্ত্রী সারদা দেবীকে পুজো দিয়েছিলেন।
শ্রী রামকৃষ্ণ ফলহারিণী কালী পুজোর দিন, স্ত্রী সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই আজ রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী বলেই পরিচিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -