Phalaharini Kali Puja 2024: আজ ফলহারিণী কালীপুজো, আলোয় সেজে উঠেছে গোটা দক্ষিণেশ্বর
Phalaharini Kali Puja In Dakhineswar Temple: আজ ফলহারিণী কালীপুজো, সন্ধে থেকেই চলছে অনুষ্ঠান, আলোর রোশনাই গোটা দক্ষিণেশ্বরে, দেখুন ছবি...
আজ ফলহারিণী কালীপুজো, আলোয় সেজে উঠেছে গোটা দক্ষিণেশ্বর
1/10
মূলত জৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো দেওয়া হয়।
2/10
শাস্ত্র মতে, বিশেষ এই দিনে বিশেষ তন্ত্র ক্রিয়া সম্পন্ন করা হয় এবং এর মাধ্যমে মোক্ষলাভ করা যায় বলেই দাবি করা হয়।
3/10
অশান্তি, মহামারী-সহ যেকোনও বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে এই দিন মা কালীকে ফল অর্পণ করা হয়।
4/10
জৈষ্ঠ মাসেই আম, জাম, কাঠালে ভরে ওঠে বাংলার গাছ। এই নানা ফল দিয়েই অমাবস্যায় ফলহারিণী কালী পুজো দেওয়া হয়।
5/10
চলতি বছরে জৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে।
6/10
অমাবস্যা তিথি থাকবে আগামীকাল ৬ জুন বিকেল ৫টা ৫৩ মিনিট অবধি।
7/10
মা কালীর পুজো সন্ধ্যায় হয় বলে, ফলহারিণী কালী পুজো চলবে আজ রাতে।
8/10
বাঙালী জীবনে ফলহারিণী কালীপুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে শ্রী রামকৃষ্ণের জীবনধারাতেই।
9/10
মানুষের কল্যাণের জন্য শ্রী রামকৃষ্ণ এই দিনেই স্ত্রী সারদা দেবীকে পুজো দিয়েছিলেন।
10/10
শ্রী রামকৃষ্ণ ফলহারিণী কালী পুজোর দিন, স্ত্রী সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই আজ রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী বলেই পরিচিত।
Published at : 05 Jun 2024 08:51 PM (IST)