Poila Boisakh : রবীন্দ্রগান, আদিবাসী নৃত্য, ছৌ, বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ কসবায়
১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনববর্ষের সকালে কলকাতায় বৈশাখী শোভাযাত্রা। রাজডাঙা ক্লাব সমন্বয় ও রাজডাঙা নব উদয় সঙ্ঘের উদ্যোগে আরবানা আবাসন থেকে বর্ণাঢ্য পদযাত্রা
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন বহু শিল্পী। বিভিন্ন জেলা থেকেও শিল্পীরা যোগ দেন শোভাযাত্রায়।
নানারকম রঙিন নকশায় সেজে উঠেছিল বৈশাখী পথ-চলা। নানা রঙের পোশাকে দেখা যায় স্থানীয় আবাসিকদের। তবে সকলেই পরেছিলেন সনাতনী শাড়ি ও পাঞ্জাবি।
ঢাকের বাদ্যি দিয়ে শুরু হয় শোভাযাত্রা। এরপর খোল করতাল নিয়ে শিল্পীরা এগিয়ে যান। সঙ্গে ছিল আদিবাসী নৃত্য পরিবেশনা।
নজর কাড়ে শোভাযাত্রায় অংশ নেওয়া শিল্পীদের পোশাক। রোদ্দুরের প্রচণ্ড তেজ সত্ত্বেও কারও উৎসাহে ভাঁটা পড়েনি।
রবীন্দ্রগানে মেতে ওঠেন নৃত্য শিল্পীরা। হে নূতন থেকে আকাশ ভরা সূর্য তারা, নানা গান অনুরণিত হতে থাকে।
পুরুলিয়ার ছৌ শিল্পীরাও ছিলেন পদযাত্রায়। রঙিন মুখোশে সেজে উঠেছিলেন তাঁরা।
তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষ জানান, এই পদযাত্রার মারফৎ বাংলা ও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাকে তুলে ধরতেই এই উদ্যোগ।
বর্ণাঢ্য পদযাত্রা শেষ হয় কসবার অ্যাক্রোপলিস মলে। এলাকার বহু মানুষ এমন বর্ণাঢ্য শোভাযাত্রার প্রতিটা মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -