Poila Boisakh : রবীন্দ্রগান, আদিবাসী নৃত্য, ছৌ, বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ কসবায়

নববর্ষের সকালে কলকাতায় বৈশাখী শোভাযাত্রা। রাজডাঙা ক্লাব সমন্বয় ও রাজডাঙা নব উদয় সঙ্ঘের উদ্যোগে আরবানা আবাসন থেকে বর্ণাঢ্য পদযাত্রা

Poila Boisakh : রবীন্দ্রগান, আদিবাসী নৃত্য, ছৌ, বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ষবরণ কসবায়

1/10
১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা।
2/10
নববর্ষের সকালে কলকাতায় বৈশাখী শোভাযাত্রা। রাজডাঙা ক্লাব সমন্বয় ও রাজডাঙা নব উদয় সঙ্ঘের উদ্যোগে আরবানা আবাসন থেকে বর্ণাঢ্য পদযাত্রা
3/10
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন বহু শিল্পী। বিভিন্ন জেলা থেকেও শিল্পীরা যোগ দেন শোভাযাত্রায়।
4/10
নানারকম রঙিন নকশায় সেজে উঠেছিল বৈশাখী পথ-চলা। নানা রঙের পোশাকে দেখা যায় স্থানীয় আবাসিকদের। তবে সকলেই পরেছিলেন সনাতনী শাড়ি ও পাঞ্জাবি।
5/10
ঢাকের বাদ্যি দিয়ে শুরু হয় শোভাযাত্রা। এরপর খোল করতাল নিয়ে শিল্পীরা এগিয়ে যান। সঙ্গে ছিল আদিবাসী নৃত্য পরিবেশনা।
6/10
নজর কাড়ে শোভাযাত্রায় অংশ নেওয়া শিল্পীদের পোশাক। রোদ্দুরের প্রচণ্ড তেজ সত্ত্বেও কারও উৎসাহে ভাঁটা পড়েনি।
7/10
রবীন্দ্রগানে মেতে ওঠেন নৃত্য শিল্পীরা। হে নূতন থেকে আকাশ ভরা সূর্য তারা, নানা গান অনুরণিত হতে থাকে।
8/10
পুরুলিয়ার ছৌ শিল্পীরাও ছিলেন পদযাত্রায়। রঙিন মুখোশে সেজে উঠেছিলেন তাঁরা।
9/10
তৃণমূল কাউন্সিলর সুশান্তকুমার ঘোষ জানান, এই পদযাত্রার মারফৎ বাংলা ও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাকে তুলে ধরতেই এই উদ্যোগ।
10/10
বর্ণাঢ্য পদযাত্রা শেষ হয় কসবার অ্যাক্রোপলিস মলে। এলাকার বহু মানুষ এমন বর্ণাঢ্য শোভাযাত্রার প্রতিটা মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখে।
Sponsored Links by Taboola