PM Modi: 'BJP পশ্চিমবঙ্গ নিয়ে বড় স্বপ্ন দেখে..', রাজ্যে এসে কী বার্তা প্রধানমন্ত্রী মোদির ? দেখুন হাইলাইটস
PM Modi ON Employment Development Industry : রাজ্যে এসে কী বার্তা প্রধানমন্ত্রী মোদির ? দেখুন একনজরে
'BJP পশ্চিমবঙ্গ নিয়ে বড় স্বপ্ন দেখে..', রাজ্যে এসে কী বার্তা প্রধানমন্ত্রী মোদির ? দেখুন হাইলাইটস
1/10
এদিন মোদি বলেন, কোটি কোটি টয়লেট। ঘরে ঘরে নল জল।হাজার কিমি সড়ক। এয়ারপোর্ট। ঘরে ঘরে ইন্টারনেট। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য পাচ্ছে। পশ্চিমবঙ্গে ট্রেন কানেকশন উন্নত হয়েছে। কলকাতা মেট্রোর দ্রুত বিকাশ হচ্ছে। রাস্তা চওড়া হচ্ছে। অনেক স্টেশন আধুনিক হচ্ছে। ROB তৈরি হচ্ছে। সব কাজ বাংলার জীবন উন্নত করার জন্য। উড়ান ব্যবস্থা উন্নত করা হয়েছে।
2/10
পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের ৬ রাজ্যে গ্যাসলাইন পাতা হচ্ছে। ঘরের ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে। পরিকাঠামো উন্নত হলে CNG-তে গাড়ি চলবে। দুর্গাপুরে নানা প্রকল্প হচ্ছে। ২৫-৩০ লক্ষ ঘরে গ্যাস যাবে। রোজগার মিলবে। মা-বোনেদের সুবিধা হবে। ১৫০০ কোটি টাকা দুর্গাপুরের বিনিয়োগ হয়েছে, বলেন প্রধানমন্ত্রী।
3/10
তিনি বলেন, বাংলার মানুষকে ধন্যবাদ। ২০৪৭ সালের মধ্যে ভারতে বিকশিত হবে বাংবা। রোজগার থেকে আত্মনির্ভরতা। পশ্চিমবঙ্গকে ভারতের বিকাশ যাত্রার ইঞ্জিন করা হচ্ছে।
4/10
প্রধানমন্ত্রী বলেন, বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। শ্রাবণ পবিত্র মাস। এই সময়ে পশ্চিমবঙ্গে উন্নয়নে অংশ নেওয়ার সুযোগ মিলেছে। সরকারি অনুষ্ঠানে ৫৪০০ কোটি টাকার শিলান্যাস করা হয়েছে।
5/10
মোদি বলেন, বিজেপি পশ্চিমবঙ্গ নিয়ে বড় স্বপ্ন দেখে। বাংলাকে সমৃদ্ধ বানাতে চায় বিজেপি। বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করতে চায় বিজেপি। স্বপ্ন পূরণ করতেই আমার চেষ্টা। পশ্চিমবঙ্গের এই মাটি প্রেরণার মাটি। ছোটরা ছবি এঁকে নিয়ে এসেছে। দিতে চায়। ঠিকানা লিখে দাও। আমি চিঠি দেব। এসপিজিকে বলছি, নিয়ে নিন। বৃষ্টি হচ্ছিল,সবাই বসে আছেন।
6/10
প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মাটি প্রেরণা-পূর্ণ। দেশের প্রথম উদ্যোগমন্ত্রী শ্যামাপ্রসাদের মাটি। উনি ভারতের বিকাশ করেছিলেন। দেশকে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি দিয়েছেন। বিসি রায় দুর্গাপুরকে বড় স্বপ্নের জন্য নির্বাচন করেন। টেগোর পরাধিনতার সময় ব্যাঙ্কিং রিফর্ম করেন। বীরেন মুখোপাধ্যায়ের ভিশনে স্টিল উদ্যোগ অন্য মাত্রা পায়। বাংলার এই ধারাবাহিকতাকে আগে বাড়ান। আগে বাংলা ভারতের বিকাশ কেন্দ্র ছিল। লোক এখানে রোজগারের জন্য আসত। আজ সব পাল্টে গেছে। যুবকরা পালাচ্ছে। ছোট ছোট কাজের জন্য অন্য রাজ্যে যাচ্ছে। দুর্গাপুর, বর্ধমান, আসানসোল- ভারতের বিকাশে এক সময় গতি দিয়েছে। আজ নতুন উদ্যোগ ছাড়া, যা ছিল, সব কিছুতে তালা পড়ে গেছে। আমরা বাংলাকে এই অবস্থা থেকে মুক্ত করব। আজ সেই কাজের সূচনা হল। বাংলা বদল চায়। বাংলা বিকাশ চায়। বাংলা পবিরতর্ন চায়। বাংলা উন্নয়ন চায়(বাংলা)।
7/10
এদিন জ্বালানি ইস্যুতে তিনি বলেন, বাংলার মানুষ জানে ২১ শতক নতুন প্রযুক্তির। উদ্যোগেও নতুন প্রযুক্তি দরকার। স্টিল প্ল্যান্ট সহ সব জায়গায় নতুন প্রযুক্তি দরকার। যা ভারত সরকারই দিয়েছে, বলেন তিনি। দুর্গাপুর-কলকাতা পাইপলাইনে হাজার কোটি টাকা খরচ করছে। যাতে এখানে CNG-তে গাড়ি চলে। আপনাদের পয়সা বাঁচবে। কারখানাকে শক্তি দেবে। যুবকদের রোজগারের নতুন সুযোগ হবে। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের লক্ষ পরিবারের জন্য় গ্যাসের স্বপ্ন পূরণ হবে।
8/10
মোদি বলেন, পশ্চিমবঙ্গের যুবকদের বলছি, বাংলার বদল হতে পারে। বিজেপি সরকার আসার কয়েক বছরের মধ্যে পশ্চিবঙ্গ টপ রাজ্য হতে পারে। এটা আমার বিশ্বাস। কারণ, পশ্চিমবঙ্গে প্রতিভাশালী ভাইবোন আছে। এখানে নদী আছে, সমুদ্র আছে। পশ্চিমবঙ্গ আমদানি-রফতানির কেন্দ্র ছিল। বন্দর আছে। প্রাকৃতিক শক্তি আছে। পশ্চিমবঙ্গ সব শক্তি আছে যা মেক ইন ইন্ডিয়াকে সমৃদ্ধ করতে পারে।
9/10
প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল সরকার বাংলার বিকাশের পথে দেওয়া তুলে দাঁড়িয়েছে। যেদিন তৃণমূল সরকারের দেওয়াল ভেঙে পড়বে, সেদিনই বিকাশের নতুন ধারা শুরু হবে। তৃণমূল সরকার গেলেই আসল পরিবর্তন আসবে। তৃণমূল যাবে, তবেই আসল পরিবর্তন আসবে(বাংলা)।
10/10
তিনি আরও বলেন, বিকশিত ভারত বানানোয় পশ্চিমবঙ্গের ভূমিকা বড় হতে পারে। অসমে লম্বা সময় পরে বিজেপি সুযোগ পেয়েছে। আজ অসম তেজ গতিতে উন্নয়ন হচ্ছে। ত্রিপুরার কী ছিল, আজ নতুন গতি দিচ্ছে বিজেপি। ওড়িশাও খুব তাড়াতাড়ি বিকশিত রাজ্যের মধ্যে জায়গা করে নেবে। বিজেপির তরফে আমার আগ্রহ, একবার সুযোগ দিন, একবার এমন সরকার বানান, যা কামদার ও ইমানদার হবে। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। বিকশিত বাংলা বিজেপির সংকল্প (বাংলা),
Published at : 18 Jul 2025 11:54 PM (IST)