Poila Baishakh: বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩১, নববর্ষের সকালে মন্দিরে মন্দিরে পুজো
Poila Baishakh Celebration: নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা
ফাইল ছবি
1/9
আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩১।
2/9
নতুন বছরের প্রথম দিন সকাল থেকেই বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা।
3/9
পয়লা বৈশাখে তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ছে সকাল থেকেই। মঙ্গলারতি দিয়ে তারা মায়ের পুজো শুরু হয়।
4/9
বাংলা নতুন বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা হালখাতার পুজো দিচ্ছেন। পাশাপাশি, দূর-দূরান্ত থেকে নতুন পোশাক পরে পুজো দিতে এসেছেন অনেকেই।
5/9
নতুন বছরের জন্য শুভকামনা নিয়ে মায়ের কাছে পুজো দিচ্ছেন তাঁরা।
6/9
ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি নিরাপত্তা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড।
7/9
নতুন বছরের প্রথম দিনে তারকেশ্বর মন্দিরেও ভক্ত সমাগম হয়েছে। লক্ষ্মী, গণেশ-সহ হালকখাতার পুজো দিচ্ছেন ব্যবসায়ীরা।
8/9
পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে।
9/9
পয়লা বৈশাখে শিবের মাথায় জল ঢালতে অনেকেই এসেছেন দূর-দূরান্ত থেকে।
Published at : 14 Apr 2024 10:01 AM (IST)