Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
PG Admission: স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি জারি, কীভাবে আবেদন? রইল খুঁটিনাটি
রাজ্যে স্নাতকোত্তরে ভর্তির নির্ঘণ্ট প্রকাশ সরকারের। উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, সশরীরে হাজিরা নয়, ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল শিক্ষা দফতরের তরফে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভর্তি।
অনলাইনে পোর্টালে আবেদন জানানো যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মেধা তালিকা প্রকাশ হবে ২০ সেপ্টেম্বর।
৩ অক্টোবর থেকে শুরু হবে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের ক্লাস।
নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতক স্তরের চূড়ান্ত সেমিস্টারের ফল ৩১ অগাস্টের মধ্যে প্রকাশ করতেই হবে বিশ্ববিদ্যালয়গুলিকে।
পাশাপাশি স্নাতকোত্তর স্তরে ভর্তির ক্ষেত্রে নিজেদের বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়া ছাত্র-ছাত্রীদেরই বাড়তি গুরুত্ব দিতে হবে।
তার জন্য নির্দেশিকায় বলা হয়েছে, স্নাতকোত্তরের ছাত্র ভর্তিতে নিজস্ব বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ থাকবে।
বাকি ২০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -