Narendra Modi: কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি শহরজুড়ে
আজ একাধিক অনুষ্ঠানে মুখোমুখি হতে পারেন মোদি-মমতা। বন্দে ভারতের সূচনা থেকে গার্ডেনরিচ গঙ্গা কাউন্সিলের বৈঠকে মুখোমুখি হওয়ার সম্ভাবনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে স্টেশন চত্বর। বন্ধ ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। রেল সূত্রে খবর, বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শুক্রবার সকাল থেকে নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেনের যাত্রাপথ।
নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে দৌড়। তার আগে শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজ্যের প্রথম ও দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার ঘোরাটোপে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। বৃহস্পতিবার দিনভর টহল দিল SPG। চলল স্নিফার ডগ দিয়ে তল্লাশি।
পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার সারাদিন এবং শুক্রবার দুপুর ২টো পর্যন্ত ওই প্ল্যাটফর্মগুলি পুরোপুরি বন্ধ থাকবে। ওই প্ল্যাটফর্মগুলি থেকে যে সমস্ত ট্রেন ছাড়ার কথা ছিল, সেগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়ার ব্যবস্থা করা হবে। শুক্রবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোড।
সফরসূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন।
রেল সূত্রে খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশনে পৌঁছবেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যে সেজে উঠছে রাস্তার রাস্তার দু'পাশ।
শুক্রবার সকাল ১১টা ১০-এ গার্ডেনরিচে আইএনএস সুভাষ-এ নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা মোদির। সকাল ১১-৩৫-এ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
ওই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এদিন সকালে হাওড়া স্টেশনে প্রস্তুতি খতিয়ে দেখতে যান, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য সহ বিজেপির নেতা-নেত্রীরা।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া ও নিউজলপাইগুড়ির মাঝে ট্রেনটি থামবে বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে। রেল সূত্রে খবর, বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শুক্রবার সকাল থেকে নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেন।
যে উলুবেড়িয়া লোকাল সকাল ৯.১৮-য় হাওড়া পৌঁছয়, সেটি যাত্রা শেষ করবে সাঁতরাগাছিতে। ৯.৩৭-এ হাওড়ায় পৌঁছয় যে পাঁশকুড়া লোকাল এবং ১০.৪৫-এ হাওড়ায় ঢোকে যে মেচেদা লোকাল- সেগুলিও আসবে সাঁতরাগাছি পর্যন্ত। ১০.৫৫ ও ১১.০৫ মিনিটে যে পাঁশকুড়া ও উলুবেড়িয়া লোকাল হাওড়া আসে, তা সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে যাবে। শুক্রবাররে অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ২টো নাগাদ দিল্লি উড়ে যাবে প্রধানমন্ত্রীর বিমান।
একদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী, স্ট্র্যান্ড রোডে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ভারী যান চলাচল বন্ধ থাকবে শহরের বেশিরভাগ বড় রাস্তাতেই। হাওড়া ব্রিজের পরিবর্তে দ্বিতীয় হুগলি ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ যাত্রীদের। হাওড়া ব্রিজের পরিবর্তে ভারী যান চলাচল করবে দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে। কাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ। স্ট্র্যান্ড রোডে হাওড়ার দিকে যাওয়ার রাস্তায় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। পরিবর্তে জওহরলাল নেহরু রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ যাবে ভারী গাড়িগুলি। বেন্টিঙ্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি বা এজেসি বোস রোড থেকে এপিসি রোড হয়ে যাবে ভারী গাড়ি। সাধারণ যাত্রীদেরও বিকল্প পথ ব্যবহারের পরামর্শ পুলিশের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -