President in Belur Math: রাজ্য সফরে এসে বেলুড় মঠ পরিদর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
প্রথমবার রাজ্যে এসে, সকালে বেলুড় মঠ পরিদর্শনে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । রাষ্ট্রপতিকে বেলুড় মঠে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, সহ সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ।
এদিন উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও অরূপ রায়, জেলাশাসক ও হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনার।
এরপর UCO ব্যাঙ্কের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে প্রধান অতিথি দ্রৌপদী মুর্মু।
দুপুরে শান্তিনিকেতনে পৌঁছনোর কথা রাষ্ট্রপতির। মধ্যাহ্নভোজের পর আম্রকুঞ্জে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে সপ্তাহের প্রথম দু’দিন কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
দু’দিনের সফরে কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।প্রথমদিনই তাঁকে নাগরিক সম্বর্ধনা জানানো হয়।
গতকাল এলগিন রোডে নেতাজির বাসভবন ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখেন দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতির হওয়ার পর প্রথম বার রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আর এবারই 'জয় হিন্দ, জয় বাংলা' স্লোগান শোনা গেল তাঁর মুখে। তাঁকে সংবর্ধনা দিতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -