Draupadi Murmu Kolkata Visit : বিবেকানন্দর বাড়িতে দ্রৌপদী মুর্মু, পেলেন সারদা দেবীর প্রসাদী শাড়ি
দ্রৌপদী মুর্মুর রাজ্যে প্রচার-সফরের আজ ছিল দ্বিতীয় ও শেষ দিন। দিনের শুরু তিনি করলেন উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দর বাড়িতে শ্রদ্ধা নিবেদন করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে স্বামীজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এরপর ঘুরে দেখেন সংগ্রহশালা।
রামকৃষ্ণ মিশনের তরফে তাঁর হাতে তুলে দেওয়া হয় কয়েকটি বই, শাল ও সারদা দেবীর প্রসাদী শাড়ি।
প্রচার-সূচির ফাঁকে এদিন প্রায় আধঘণ্টা স্বামীজির বাড়িতে কাটান দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পাল।
স্বামী বিবেকানন্দর বাড়িতে গিয়ে তিনি সন্ন্যাসী-মহারাজদের সঙ্গে কথোপকথন করেন। আজই কলকাতা ছাড়েন দ্রৌপদী মুর্মু। যাবেন দাক্ষিণাত্যে। অন্ধ্রপ্রদেশে আজ তাঁর প্রচার কর্মসূচি রয়েছে।
NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকেই গান গাইবার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু সেই সুযোগ পাননি।
সকালে স্বামী বিবেকানন্দর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর পর, বাইপাসের ধারে হোটেলে, এ রাজ্যের বিজেপি সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন দ্রৌপদী।
বিজেপির অন্যতম প্রধান আদিবাসী মুখ ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল ও ওড়িশার প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেছে NDA। তাঁর লড়াই বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্হার সঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -