Droupadi Murmu in Kolkata: কলকাতায় রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী
দু’দিনের সফরে কলকাতায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এটাই দ্রৌপদী মুর্মুর প্রথম বঙ্গ সফর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বেলা সোয়া ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, এজেসি বোস রোড, হসপিটাল রোড, এটিএম রোড। বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড, এজেসি বোস উড়ালপুল, পশ্চিমমুখী এজেসি বোস রোড, ডিএল খান রোড এবং শরৎ বোস রোড।
রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল। তাঁকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু
রাষ্ট্রপতির পরের গন্তব্য রাজভবন। বিকেলে রাষ্ট্রপতি যাবেন নেতাজি ভবনে। কালও রাষ্ট্রপতির একাধিক কর্মসূচি রয়েছে।
দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরিশ পার্ক এবং এসপ্ল্যানেড মোড়, রবীন্দ্র সরণি থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত বিবেকানন্দ রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট।
রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রীকেও গণ-মেল পাঠানো হবে বলে DA-আন্দোলনকারীরা জানিয়েছেন।
রাষ্ট্রপতি সফরের জন্য, আজ বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধে ৬টা ১০ মিনিট পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে রানি রাসমণি অ্যাভিনিউ এবং অকল্যান্ড রোডে। বিকল্প পথ জওহরলাল নেহরু রোড ও কিরণশঙ্কর রায় রোড দিয়ে যান চলাচল করবে।
রাষ্ট্রপতি হওয়ার আগে শহরে প্রচার-সফরে এসেছিলেন দ্রৌপদী মুর্মু। দিনের শুরু করেছিলেন সেবার উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দর বাড়িতে শ্রদ্ধা নিবেদন করে।
সেবার রামকৃষ্ণ মিশনের তরফে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল কয়েকটি বই, শাল ও সারদা দেবীর প্রসাদী শাড়ি।
বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি গেলেন রেসকোর্সে। সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -