Primary TET: অফলাইন-অনলাইন রেকর্ড থাকছে নম্বরের, সিসিটিভি নজরদারিতে ইন্টারভিউ প্রাথমিকে
শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যে উথালপাথাল গোটা রাজ্য। ধর্না-আন্দোলন চলছে এখনও। তার মধ্যেই প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার ইন্টারভিউ দিলেন প্রায় ২০০ চাকরিপ্রার্থী। কলকাতার জন্য আবেদন করেছিলেন যাঁরা, তাঁরাই পরীক্ষা দিলেন আজ। সল্টলেকে প্রাথমিক পর্ষদের অফিসে ইন্টারভিউয়ে ডাকা হল তাঁদের।
এ দিন সকাল ১০.৩০টা থেকে ছিল ইন্টারভিউ। তার আগে ৯টার মধ্যেই ভিড় চোখে পড়ে পর্ষদের অফিসের বাইরে। ১০টা থেকে নাম ও রোল নম্বর ধরে ধরে ভিতরে ডাকা শুরু হয়। নথি যাচাই করে ঢুকতে পারেন চাকরিপ্রার্থীরা।
এর আগে দু’বার ইন্টারভিউ দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এ দিন কিছুটা হলেও স্বস্তি ছিল তাঁদের চোখেমুখে। এ বার চাকরি হলেও হয়ে যেতে পারে আশাবাদী তাঁদের মধ্যে কেউ কেউ।
দুর্নীতির অভিযোগের মধ্যে সুষ্ঠ ভাবে নিয়োগে উদ্যোগী হয়েছে পর্ষদ। তার জন্য সদ্য সমাপ্ত টেট পরীক্ষাতেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।
চাকরির ইন্টারভিউয়েও এ দিন যথেষ্ট কড়াকড়ি ছিল। স্বচ্ছতা বজায় রাখতে ইন্টারভিউয়ের জন্য পাঁচটি প্যানেল রাখা হয়।
সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও ছিল ভিতরে। গোটা ইন্টারভিউ পর্ব ভিডিও রেকর্ডিং করে রাখার ব্যবস্থাও করে পর্ষদ।
নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই নম্বর দেওয়ার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। সে কথা মাথায় রেখে, এ বার অনলাইন এবং অফলাইন, দুই মাধ্যমেই নম্বর দেওয়ার ব্যবস্থা করে পর্ষদ।
চাকরিপ্রার্থীকে নম্বর দেওয়ার ক্ষেত্রে প্রথমে কলম দিয়ে খাতায় নম্বর লিখতে হবে পরীক্ষককে। তার পর সেই নম্বর অনলাইনও আপলোড করতে হবে। ফলে পর্ষদের কাছে রেকর্ড থাকবে।
বুধবারও ইন্টারভিউ রয়েছে আর এক দফা। ২৮০ জন পরীক্ষা দেবেন আগামী কাল। কোভিড বিধি মেনে হচ্ছে ইন্টারভিউ। চাকরিপ্রার্থীদের মাস্ক, স্যানিটাইজার দিয়ে তবেই অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -