TET Protest: প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান ২০২২-এর TET উত্তীর্ণদের

TET Protest: এদিন দক্ষিণ ২৪ পরগনায় দ্রুত নিয়োগের দাবিতে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান।

প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান ২০২২-এর TET উত্তীর্ণদের

1/10
অভিষেকের অফিসের সামনে চাকরি প্রার্থীদের থালা বাজিয়ে বিক্ষোভ দেখেছে সারা বাংলা।
2/10
যদিও এবার প্রেক্ষাপট আলাদা। তবে তাঁর অফিসের সামনে না হলেও, ফের সেই অভিষেক গড়েই চলল টেট উত্তীর্ণদের অভিযান।
3/10
মূলত এদিন দক্ষিণ ২৪ পরগনায় দ্রুত নিয়োগের দাবিতে ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান।
4/10
DLEd ঐক্য়মঞ্চের ব্যানারে ডায়মন্ড হারবার হাসপাতাল মোড় থেকে মিছিল করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে আসেন চাকরিপ্রার্থীরা।
5/10
পরে চেয়ারম্যানকে ডেপুটেশন দেন ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। 
6/10
এবারের পুজোও কেটেছে রাজপথে। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।
7/10
দশমীর দিন মহিষাসুরমর্দিনী রূপে তাঁরা চালিয়েছিলেন অভিনব প্রতিবাদ। কেউ সেজেছিলেন দুর্গা, কেউ লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক।
8/10
অসুরবেশী দুর্নীতিকে বধ করে আইনি পথে চাকরি সুনিশ্চিত করাই এই প্রতিবাদের উদ্দেশ্য, দাবি গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation)।
9/10
আর এবার ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে, কবিগানের মাধ্যমে লক্ষ্মীপুজো করলেন তাঁরা।
10/10
অভিনব প্রতিবাদ এই প্রথমবার নয়, এর আগেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। কখন মুখ্যমন্ত্রীর সাজে, আবার কখনও বেকারত্ব বোঝাতে ঝালমুড়িওয়ালা, ঘুঘনিওয়ালার সাজেও প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের।
Sponsored Links by Taboola