Narendra Modi : বছরশেষে ঝটিকা সফর, মোদি-সূচিতে থাকছে কী কী ?
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সকাল ১০ টা ১৫ নাগাদ মোদি পৌঁছবেন রেস কোর্সে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশন পৌঁছবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সকাল ১১ টা নাগাদ হাওড়া স্টেশন থেকে গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়ের দিকে রওনা দেবে প্রধানমন্ত্রীর কনভয়।
১১-১০-এ আইএনএস সুভাষে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা নরেন্দ্র মোদির। সেখানেই ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লুএস’-এর একটি প্রদর্শনীতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী।
সকাল ১১-৩৫-এ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
এরপর মধ্যাহ্ন ভোজ সেরে দুপুর ১-৫৫-য় গার্ডেনরিচ থেকে হেলিপ্যাডের দিকে রওনা দেবে মোদির কনভয়।
দুপুর সোয়া ২টো নাগাদ দিল্লি উড়ে যাবে প্রধানমন্ত্রীর বিমান। সূত্রের খবর, শুক্রবারই জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর হাতে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেন উদ্বোধন করতে শুক্রবার রাজ্য়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। পাশাপাশি নতুন করে সেজে উঠছে ইডেন গার্ডেন্স স্টেশন সহ গঙ্গা তীরবর্তী চক্ররেলের স্টেশনগুলি।
পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার সারাদিন এবং শুক্রবার দুপুর ২টো পর্যন্ত ওই প্ল্যাটফর্মগুলি পুরোপুরি বন্ধ থাকবে।
শুক্রবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোড। এদিকে, স্ট্র্যান্ড রোড থেকে সরানো হচ্ছে অপ্রয়োজনীয় হোর্ডিং। তুলে দেওয়া হয়েছে রাস্তার আশেপাশের দোকান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -