Prophet Remarks Protests: অগ্নিগর্ভ হাওড়া, পয়গম্বর বিতর্কের আঁচ শহরেও, পার্ক সার্কাসে প্রতিবাদ মিছিল
পয়গম্বর বিতর্কের আঁচ শহর কলকাতাতেও। শুক্রবার কয়েকশো মানুষের জমায়েত দেখা গেল সেখানে। প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা এবং দল থেকে বহিষ্কৃত নবীন জিন্দলের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপয়গম্বর মহম্মদকে নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন নূপুর। তা নিয়ে টুইট করেন নবীনও। সেই নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। বিদেশ বিভুঁইয়েও তাঁর আঁচ পৌঁছয়।
তার পর থেকে গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্তে আঁচ ছড়িয়ে পড়েছে। তাতে নাম উঠেছে বাংলারও। বৃহস্পতিবারও ৬ নম্বর জাতীয় সড়াক অবরোধ করে টানা ১১ ঘণ্টা বিক্ষোভ হয় সেখানে। শুক্রবারও সেই ধারা অব্যাহত থেকেছে।
সেই পরিস্থিতিতেই শুক্রবার পার্ক সার্কাসে বিরাট প্রতিবাদ মিছিল বেরোয়। সেখানে নূপুর এবং নবীনের কুশপুতুল পোড়ানো হয়। পদদলিত করা হয় তাঁদের পোস্টার।
পার্ক সার্কাস থেকে মিছিল এগোয় কচ্চি সড়কের দিকেও। তাতে বিপুল যানজটের সৃষ্টি হয়। তবে অপ্রীতিকর কিছু ঘটেনি।
বৃহস্পতিবার থেকেই এ নিয়ে সতর্ক করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে সংযত হওয়ার বার্তা দেন তিনি। এ ভাবে আন্দোলন হয় না, সাধারণ মানুষ অসন্তুষ্ট হন বলে জানান। তার পরেও বিক্ষোভ থামেনি।
বরং এ দিন সকাল থেকে হাওড়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দফায় দফায় অবরোধ, বিক্ষোভ হয় সেখানে। অবরোধ করা হয় কোনা এক্সপ্রেস।
অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি শুরু হয় বলেও অভিযোগ। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
এই বিক্ষোভ অবরোধের জেরে একাধিক ট্রেন বাতিল হয়েছে। দূরপাল্লার ট্রেন তো বটেই, লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। হাওড়ায় সোমবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে সাময়িক।
এই ঝামেলার জেরে সেখানে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। বাড়ির বাইরে পা রাখতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। এই নিয়ে রাজনৈতিক তরজাও চরমে উঠেছে। সেনা নামানোর দাবি তুলেছে বিজেপি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -