Droho Carnival: আজ কলকাতায় জোড়া কার্নিভাল, রাস্তা আটকে দাঁড় করানো হল সারি সারি বাস, কোন কোন এলাকায় ১৬৩ ধারা ?
মূলত ,আজ কলকাতায় জোড়া কার্নিভাল। রেড রোডে পুজো কার্নিভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরানিরাসমণি রোডে চিকিৎসদের ঘোষিত দ্রোহের কার্নিভাল। ধর্মতলায় মানব বন্ধন জুনিয়র চিকিৎসকদের
এই প্রেক্ষাপটে সোমবার রাতে লালবাজারে তরফে বিজ্ঞপ্তি দিতে জারি করা হল ১৬৩ ধারা।
রানি রাসমণি রোড সংলগ্ন একাধিক রাস্তায়, ধর্মতলা মোড় থেকে একদিকে ডোরিনা ক্রসিং এবং অন্যদিকে লেনিন সরণির সংযোগস্থল সহ একাধিক রাস্তায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ।
বিজ্ঞপ্তি অনুযায়ী কোথাও ৫ জনের বেশ জমায়েত করা যাবে না। নির্দেশিকা জারির পরেই সকালে দেখা গিয়েছে নিরাপত্তার কড়াকড়ির ছবি।
রেড রোড এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের দুটি প্রান্তই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
দুর্গে পরিণত হয়েছে রানি রাসমণি অ্যাভিনিউ। দ্রোহ কার্নিভালের পথ আটকে পুলিশি ব্যারিকেড, রয়েছে সারি সারি বেসরকারি বাস।
অপরদিকে, রাসমণি অ্যাভিনিউয়ে ১৬৩ ধারাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে। প্রধান বিচারপতিকে ই-মেল জুনিয়র ডাক্তারদের আইনজীবীদের শুনানির জন্য গঠিত হয়েছে বিশেষ বেঞ্চ।
বিচারপতি রবি কিষাণ কাপুরের বেঞ্চে আজ দুপুরে শুনানির সম্ভাবনা রয়েছে।
দ্রোহ কার্নিভালের পথ আটকে পুলিশি ব্যারিকেড, দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী, তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিরকাল আন্দোলন করে এসেছেন। এখন অন্যরা তাঁর বিরুদ্ধে আন্দোলন করলে আপত্তি হচ্ছে কেন ? উনি আন্দোলন আটকানোর চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ আন্দোলনের সঙ্গে আছে।'
দিলীপ ঘোষ বলেন, '১৬৩ ধারা জারি করে আন্দোলন বন্ধ করা, তাঁদের পুলিশ দিয়ে আন্দোলন আটকানো, অনুমতি না দেওয়া, এটা কি আন্তরিকতার লক্ষণ ? বাড়িতে চা খাওয়ালে আন্তরিক হওয়া যায় ?
বিজেপি নেতার সংযোজন, আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিরদিন হয় কেন্দ্রের বিরুদ্ধে নয় অন্যায়ের বিরুদ্ধে প্যারালাল আন্দোলন করেছেন। আজকে যদি সেটাই কেউ করে, সেই আন্দোলন আটকাচ্ছেন কেন উনি ? উনি কাজ কিছু করছেন না, আন্দোলনকে আটকানোর চেষ্টা করছেন। এটা কতদিন চলতে পারে ? সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে আছেন।''
হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে ধর্মতলা, ডোরিনা ক্রসিং, মেয়ো রোড ,স্ট্র্যান্ড রোড, ওয়াই চ্যানেল, ক্যাথিড্রাল রোড, জহরলাল নেহেরু রোড, আউট্রাম রোড, রানি রাসমণি অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -