Purba Bardhaman News : বিধায়কের মাথায় সিঁদুর পরালেন শিক্ষক বর, বিয়ে করেই কী বললেন তিনি?
বর্ধমান শহরের ইছলাবাদে বাজল বিয়ের সানাই। টুকটুকে লাল বেনারসিতে সুসজ্জিতা কনে। লাল ধুতি, গরদের পাঞ্জাবিতে বর। তবে এই বর বউয়ের একটা বৈশিষ্ট আছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাজো সাজো রব। কলকাতা থেকে আসছিল একের পর এক মন্ত্রীর গাড়ি। একে একে আশীর্বাদ করে গেলেন মন্ত্রী প্রদীপ মজুমদার থেকে মন্ত্রী মলয় ঘটক।
ভাবছেন কে এই পাত্রী ? কেন তাঁর বিয়েতে এত তারকা সমাহার ? কারণ পাত্রী পূর্ব বর্ধমানের রায়নার বিধায়ক শম্পা ধাড়া।
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ‘কন্যাদান’ করেন। বিধায়ক শম্পা তাঁকে ডাকেন ‘কাকু’ বলে।
সোমবার খণ্ডঘোষের আমরাল গ্রামের গজানন রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। রায়নার হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পাত্র।
কীভাবে দুজনের আলাপ ? পরিবার সূত্রে জানা গেল, রীতিমতো দেখা-শোনা করেই বিয়ে ঠিক করেছে পরিবার।
বিয়ে, বৌভাতও ধুমধাম করে হলেও মধুচন্দ্রিমায় যাওয়া হল না। কারণ পাত্রী তো যে-সে নন। রাজ্যের বিধায়ক।
বৌভাতের অনুষ্ঠান সেরে পরের দিন অর্থ্যাৎ বৃহস্পতিবার বিধানসভায় গিয়েছিলেন শম্পা। যদিও তাড়াতাড়ি ফিরে আসেন শ্বশুরবাড়ি। কারণ, বাড়ি ফিরে একসঙ্গে খাবেন শ্বশুরবাড়ির সকলের সঙ্গে।
বর্ধমান ভবনে নবদম্পতিকে আশীর্বাদ করতে বিধানসভা থেকে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী, বিধায়করা। এসেছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ সুপার আমনদীপ, বর্ধমান মেডিক্যালের সুপার তাপস ঘোষ-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা থেকে আধিকারিকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -