Saayoni Ghosh : দুর্গতদের আশ্বাস, কচিকাঁচাকে আদর, ত্রাণশিবিরে তদারকি, বন্যা পরিস্থিতি দেখতে আসানসোলে সায়নী
একটানা বৃষ্টিতে আসানসোলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। জলমগ্ন হয়ে যায় আসানসোল শহর। এরপর গত শনিবার আসানসোলে যান তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে কথা বলেন স্থানীয়দের সঙ্গে।
ছোট বাচ্চার মাথায় হাত রেখে পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়।
সায়নী ছবিগুলি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, 'ইতিমধ্যেই তাদের দিকে নানান ভাবে হাত বাড়িয়ে দিয়েছে আসানসোল যুব তৃণমূল কংগ্রেস। শীর্ষ নেতৃত্বের প্রত্যেকেই মানুষের পাশে থাকছেন নিজেদের সাধ্য মতোন। প্রায় ১৪০০ জন মানুষ দের রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। '
'জনজীবন সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত এই বন্যায়, একের পর এক ঘর ভেসে গেছে , মানুষের বহুদিনের উপার্জিত সঞ্চয় নষ্ট হয়েছে।' ছবি পোস্ট করে সাহায্যের আশ্বাস সায়নীর।
'এত দুর্যোগের মধ্যেও আমার আসা কেন্দ্র করে যে ভালোবাসা ও আবেগ আসানসোলের মা, মাটি,মানুষ প্রকাশ করেছে সেটা আমায় অনুপ্রেরণা দেয়।'
সায়নী লেখেন, 'এত দুর্যোগের মধ্যেও আমার আসা কেন্দ্র করে যে ভালোবাসা ও আবেগ আসানসোলের মা, মাটি,মানুষ প্রকাশ করেছে সেটা আমায় অনুপ্রেরণা দেয়।'
বন্যার জল আগের থেকে অনেকটাই নেমে গেছে। কিন্তু মানুষের দুর্দশা কাটেনি। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করেন সায়নী।
' আমি, আমার দল ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সব সময় তাদের পাশে থাকার সাধ্য মতোন চেষ্টা চালিয়ে যাবো।'..সকলকে সায়নীর আশ্বাস
ছবি - সায়নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -