R G Kar Protest : গতবছর ৯ অগাস্ট অভয়ার দেহ উদ্ধারের এক বছর পার, কোথায় দাঁড়িয়ে তদন্ত? কোন পথে এগিয়েছে বিচার? একনজরে
ভয়ঙ্কর সেই ঘটনার একটা বছর পেরিয়ে গেল। কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে শুধু মাত্র একজন।
Continues below advertisement
গতবছর ৯ অগাস্ট অভয়ার দেহ উদ্ধারের এক বছর পার, কোথায় দাঁড়িয়ে তদন্ত?
Continues below advertisement
1/8
অভিশপ্ত ৮ অগাস্টের এক বছর। ৯ বছর সবার সামনে এসেছিল সেই নারকীয় ঘটনা । এই দিনেই রাতের রাজপথে ফের উঠল বিচারের দাবি। কলকাতা পুলিশ ও CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা।
2/8
গতবছর ৮ অগাস্ট টানা ৩৬ ঘণ্টা ডিউটির পর, বিশ্রামের জন্য গভীর রাতে ঢুকেছিলেন সেমিনার হলে। হাসপাতাল সূত্রে খবর, সেদিন রাতে 'On Call'-এ ছিলেন তরুণী চিকিৎসক । রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন।
3/8
এরপর জরুরি বিভাগের চারতলায় 'চেষ্ট ডিপার্টমেন্টে'র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। ৯ অগাস্ট সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।
4/8
ভয়ঙ্কর সেই ঘটনার একটা বছর পেরিয়ে গেল। কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে শুধু মাত্র একজন। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। যাকে পুলিশ গ্রেফতার করেছিল। তারপর CBI তদন্তভার নেওয়ার পরেও, ধর্ষণকাণ্ডে আর কাউকে গ্রেফতার করেনি।
5/8
তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে, আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে CBI গ্রেফতার করলেও, ৯০ দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায়, জামিন হয় তাঁদের।
Continues below advertisement
6/8
একটা বছর কেটে গেলেও এখনও সুবিচার পাননি মেয়ে হারা মা-বাবা। তাহলে কবে মিলবে সুবিচার? এই প্রশ্ন তুলে শুক্রবার আরও একটা রাত দখল মানুষ। প্রতিবাদের গর্জনে কাঁপল রাজপথ।
7/8
কোনও রাজনৈতিক দল কিছুই করবে না, আমরা রাস্তায় থাকব। সমস্ত জনসাধারণকে বলব লড়াইয়ে থাকুন। কেন্দ্রীয় সরকার, রাজ্যের সরকার সবাইকে বুঝিয়ে দিতে চাই যে রাজনীতি না করেও বিচার পাওয়া যায়। বললেন তিলোত্তমার মা-বাবা।
8/8
মশাল হাতে প্রতিবাদে ফের রাজপথে নামল অগণিত মানুষ। চলল স্লোগান, গর্জে উঠল কণ্ঠ। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এক বছর পরেও বিচারের দাবিতে কলকাতা থেকে জেলায় দখল হল রাত।
Published at : 09 Aug 2025 06:42 AM (IST)