Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, আগামীকাল থেকেই বৃষ্টি! ভেস্তে যাবে আইপিএল-এর প্রথম ম্যাচ?
Rain Forecast In Kolkata: বিশাল স্বস্তি! আগামীকাল থেকেই বদলাচ্ছে আবহাওয়া! আপনার জেলায় বৃষ্টি হবে কি?
আগামীকাল থেকেই বৃষ্টি আসছে, ভিজবে আপনার এলাকা?
1/13
এখনও মার্চ মাস শেষ হয়নি। কিন্তু তার মধ্যেই বেশ মালুম হচ্ছে গ্রীষ্মের দাবদাহ। মার্চেই যদি এতটা গরম পড়ে যায়, কী হবে এপ্রিল মে-তে, এই ভেবেই আতঙ্কিত রাজ্যবাসী। তবে সপ্তাহের মাঝামাঝিই স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর।
2/13
আজ ১৯শে মার্চ বুধবার উত্তরবঙ্গে পুরোপুরি শুষ্ক আবহাওয়া রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3/13
বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাতে। ২০, ২১, ২২ ও ২৩ তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
4/13
২০ মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই।
5/13
উত্তরবঙ্গে কিন্তু শুষ্ক আবহাওয়া। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই পাঁচ জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে।
6/13
২১শে মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি বেশি সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলাতে। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি এই ছয় জেলাতে।
7/13
সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে।
8/13
২২ শে মার্চ শনিবার বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি ও প্রায় কালবৈশাখীর মত পরিস্থিতি তৈরি হতে পারে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে। উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলাতে শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে।
9/13
২৩শে মার্চ রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে বৃষ্টির সম্ভাবনা বেশি।
10/13
২৪ শে মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এবং দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। শনিবার ঝড় বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে আইপিএল ম্যাচ!
11/13
কলকাতাতে বৃহস্পতিবার বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার।
12/13
শনিবারেও কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যের দিকে, এমনই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা।
13/13
ফলে সপ্তাহের মাঝামাঝিই স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। এর ফলে গরম কিছুটা হলেও কমতে পারে। ফলে এখন স্বস্তির অপেক্ষাতেই দিন গুনছে শহরবাসী।
Published at : 19 Mar 2025 08:49 PM (IST)