Ramakrishna dev 188 Birth Anniversary : 'অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ' ১৮৮তম জন্মতিথিতে বাণীতে স্মরণ পরমহংসদেবকে

Ramakrishna Paramahamsa Birth Anniversary : রামকৃষ্ণদেবের ১৮৮তম জন্মতিথি উৎসব আজ। বিশেষ এই মুহূর্তে দেব-বন্দনা তাঁরই মুখের বাণীতে।

Ramakrishna dev 188 Birth Anniversary : 'অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ' ১৮৮তম জন্মতিথিতে বাণীতে স্মরণ পরমহংসদেবকে

1/8
'মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন। নতুবা মুখে বলছি 'হে ভগবান তুমি আমার সর্বস্ব ধন 'এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছি এরূপ লোকের সকল সাধনাই বিফল হয়'
2/8
' যেমন কোন ধনী লোকের কাছে যেতে হলে সেপাই-সান্ত্রীকে অনেক খোসামদ করতে হয়, তেমনি ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভজন ও সৎসঙ্গ আদি নানা উপায়ের দ্বারা যেতে হয়।
3/8
"তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে?"
4/8
' জলে নৌকা থাকে ক্ষতি নেই , কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে , তাহলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে।'
5/8
“আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা, সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়েতো এক জনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো”
6/8
' সব পথ দিয়েই তাকে পাওয়া যায় । এক ঈশ্বরকে নানা নামে ডাকে । যেমন একঘাটের জল হিন্দুরা খায়, বলে জল। আর একঘাটে খ্রীস্টানরারা খায়, বলে ওয়াটার। আর একঘাটে মুসলমানেরা খায়, বলে পানি।'
7/8
“একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কীভাবে জগতের নিয়ম কানুন।”
8/8
বাউল যেমন দুহাতে দু'রকম বাজনা বাজায় ও মুখে গান করে, হে সংসারী জীব, তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম কর, কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না।
Sponsored Links by Taboola