Ramakrishna dev 188 Birth Anniversary : 'অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ' ১৮৮তম জন্মতিথিতে বাণীতে স্মরণ পরমহংসদেবকে
'মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন। নতুবা মুখে বলছি 'হে ভগবান তুমি আমার সর্বস্ব ধন 'এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছি এরূপ লোকের সকল সাধনাই বিফল হয়'
Download ABP Live App and Watch All Latest Videos
View In App' যেমন কোন ধনী লোকের কাছে যেতে হলে সেপাই-সান্ত্রীকে অনেক খোসামদ করতে হয়, তেমনি ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভজন ও সৎসঙ্গ আদি নানা উপায়ের দ্বারা যেতে হয়।
তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে?
' জলে নৌকা থাকে ক্ষতি নেই , কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে , তাহলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে।'
“আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা, সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়েতো এক জনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো”
' সব পথ দিয়েই তাকে পাওয়া যায় । এক ঈশ্বরকে নানা নামে ডাকে । যেমন একঘাটের জল হিন্দুরা খায়, বলে জল। আর একঘাটে খ্রীস্টানরারা খায়, বলে ওয়াটার। আর একঘাটে মুসলমানেরা খায়, বলে পানি।'
“একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কীভাবে জগতের নিয়ম কানুন।”
বাউল যেমন দুহাতে দু'রকম বাজনা বাজায় ও মুখে গান করে, হে সংসারী জীব, তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম কর, কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -