Ramkrishna Paramahamsa birth anniversary 2022: সহজ ভাষায় সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা রামকৃষ্ণ পরমহংসের
সিপাহী বিদ্রোহেরও আগে। ১৮৩৬ খ্রীষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি বাংলার কোলে জন্ম নিয়েছিলেন যুগপুরুষ রামকৃষ্ণ পরমহংস দেব। জায়গাটি অধুনা হুগলি জেলার কামারপুকুর গ্রাম। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মা চন্দ্রমনি দেবী। ছোটবেলায় তাঁর নাম ছিল গদাধর। ছবি সৌজন্য: বেলুড় মঠ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহুগলির কামারপুকুর থেকে অনেকটাই দূরে বাঁকুড়ার জয়রামবাটি। বাঁকুড়ার সেই গ্রামেই জন্ম নিয়েছিলেন মা সারদা। কামারপুকুরে থাকতেই রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে বিয়ে হয় মা সারদার। ছবি সৌজন্য: বেলুড় মঠ
শিশু বয়সে পিতৃহারা হন রামকৃষ্ণ দেব। কিশোর বয়সে দাদা রামকুমার সঙ্গে চলে আসেন কলকাতায়। ১৮৫৫ সালে রানি রাসমনির উদ্যোগে তৈরি হয় দক্ষিণেশ্বর মন্দির। তখন সেখানেই পুরোহিত হিসেবে নিযুক্ত হন রামকুমার।
যদিও ফের আত্মীয়বিয়োগের অভিজ্ঞতা হয় রামকৃষ্ণ দেবের। মারা যান তাঁর দাদা রামকুমার। সেই সময় দক্ষিণেশ্বর মন্দিরের পুরোহিতের দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁর হাতে। শুরু হয় এক নতুন অধ্যায়।
দক্ষিণেশ্বরে থাকতেই একের পর এক উচ্চমার্গের সাধকের সংস্পর্শে আসেন রামকৃষ্ণ পরমহংস দেব। প্রথমে ভৈরবী ব্রক্ষ্মাণী এবং পরে সাধক তোতাপুরীর সংস্পর্শে আসেন তিনি। ছবি সৌজন্য: বেলুড় মঠ
দক্ষিণেশ্বর মন্দির সাক্ষী হয়েছিল আরও একটি বড় ঘটনার। এখানেই প্রথম রামকৃষ্ণের সান্নিধ্যে আসেন নরেন্দ্রনাথ দত্ত। যাকে পরে বিশ্ব চিনেছে স্বামী বিবেকানন্দ নামে। শুধু বিবেকানন্দই নন, ওই মন্দিরে রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে এসেছেন আরও অনেক যুবক। ছবি সৌজন্য: বেলুড় মঠ
রামকৃষ্ণ পরমহংস দেব, মা সারদার শিক্ষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং সেবাকাজের জন্য় গুরুভাইদের সঙ্গে নিয়ে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। যার মূল দফতর বেলুড় মঠে। আজ যার খ্যাতি বিশ্বজুড়ে। ছবি সৌজন্য: বেলুড় মঠ
রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদধন্য হয়েছিলেন তৎকালীন সমাজের একাধিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। যাঁদের মধ্যে অন্যতম বাংলার নাট্যজগতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ। প্রথমদিকে পরমহংসকে পছন্দ না করলেও পরে তাঁর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন তিনি। ছবি সৌজন্য: বেলুড় মঠ
আজও সারা বিশ্ব থেকে বেলুড় মঠে ছুটে আসেন অগণিত ভক্ত। রামকৃষ্ণ পরমহংস, মা সারদা, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে। তাঁদের আদর্শে নিজেদের গড়ে তোলার চেষ্টা চলে অবিরত। ছবি সৌজন্য: বেলুড় মঠ
কালীসাধক রামকৃষ্ণ পরমহংস ঈশ্বরের খোঁজে পাড়ি দিয়েছেন বহু পথ। শুধুমাত্র হিন্দুধর্মের নানা দিক অন্বেষণ নয়, ঈশ্বরের খোঁজে তিনি অন্য ধর্মের অধ্যয়নও করেছিলেন। যত মত. তত পথ--শুধু চারটি শব্দতেই তিনি বিশ্ববাসীকে শিখিয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের পাঠ। ছবি সৌজন্য: বেলুড় মঠ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -