Kalbaisakhi: কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ক্যাম্প অফিস, ফের ঝড়ের মুখে অভিষেকের নবজোয়ার কর্মসূচি
ভাতারের পর দুর্গাপুর। ফের ঝড়ের মুখে অভিষেকের নবজোয়ার কর্মসূচি। লন্ডভন্ড ক্যাম্প অফিস। বাঁকুড়ার বড়জোড়াতেও কালবৈশাখীর তাণ্ডব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে শুধু বর্ধমানেই নয়, শেষ অবধি পাওয়া খবরে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ফের ঝড়-বৃষ্টি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় চলে ঝড়-বৃষ্টি।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় মোকা-র প্রভাবে ঊর্ধ্বমুখী হয়েছিল পারদ। তাপের হাত থেকে পরিত্রাণ মেলার আশায় ছিল বঙ্গবাসী।
এই পরিস্থিতিতে আশার কথা শুনিয়েছিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার ঝড় বৃষ্টি বাড়বে রাজ্যে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় শিলাবৃষ্টি, কালবৈশাখী এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা।বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়।
এর প্রভাবেই দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি এবং ও বজ্রপাতের আশঙ্কা থাকছে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির সম্ভাবনা বেশি আছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা , পূর্ব বর্ধমান জেলাতে।
বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে কলকাতা , হাওড়া , হুগলি , পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া , মুর্শিদাবাদ, বীরভূম জেলায়।
শুক্র ,শনি ও রবিবারেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। দমকা বাতাসের গতিবেগ থাকবে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -